রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিওয়ালি এবং ছট উপলক্ষে ১২ হাজারের বেশি বিশেষ ট্রেন, অক্টোবরের ১৩ থেকে ২৬ তারিখের মধ্যে যাত্রা করে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফেরার টিকিটে ২০ শতাংশ ছাড় : অশ্বিনী বৈষ্ণব

Posted On: 21 AUG 2025 2:09PM by PIB Kolkata

নতুন দিল্লি ২১ অগাস্ট ২০২৫

 

দিওয়ালি ও ছট উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল ১২ হাজারের বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেল ভবনে সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, সাংসদ ডঃ সঞ্জয় জয়সওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এবং সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর সঙ্গে আলোচনার পর দিওয়ালি ও ছট উপলক্ষে বিশেষ এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের ফেরার টিকিটে বিশেষ ছাড় দেওয়া হবে। তিনি বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ফিরতে পারেন, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। 

১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করে নভেম্বরের ১৭ থেকে পয়লা ডিসেম্বরের মধ্যে ফেরার টিকিটে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। উৎসবের মরশুমে এই উদ্যোগের ফলে বিপুল সংখ্যক যাত্রী উপকৃত হবেন।

তিনি আরও বলেন, গয়া থেকে দিল্লি, সারসা থেকে অমৃতসর, ছাপড়া থেকে দিল্লি এবং মুজ:ফফরপুর থেকে হায়দ্রাবাদ ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। এছাড়াও ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বৈশালী, হাজিপুর, সোনপুর, পাটনা, রাজগীর, গয়া, কোডারমা রুটে সফরকারী ট্রেন মধ্যবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখে চালানো হবে। 

বক্সা-লক্ষ্মীসরাই রেল শাখা ৪ লাইন করিডরে প্রসারিত হবে। ফলে, অনেক বেশি সংখ্যক ট্রেন যাতায়াত করতে পারবে। পাটনাকে ঘিরে একটি চক্র রেল ব্যবস্থা গড়ে তোলা হবে। সুলতানগঞ্জ এবং দেওঘরকে রেল পথে যুক্ত করা হবে। পাটনা এবং অযোধ্যার মধ্যে নতুন রেল পরিষেবা গড়ে উঠবে। লৌকহাবাজারে ওয়াশিং পিট সুবিধা চালু করা হবে। সেইসঙ্গে বিহারে বেশ কয়েকটি নতুন অনুমোদিত সড়ক সেতুর কাজ করা হবে বলেও রেলমন্ত্রী জানিয়েছেন। 

বিহারের জন্য অনেক বেশি প্রকল্প, অমৃত ভারত ও বন্দে ভারত সহ নতুন বেশ কয়েকটি ট্রেন চালু করা নিয়ে বিহারের উপ মুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরি, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, সাংসদ ডঃ সঞ্জয় জয়সওয়াল, সাংসদ সঞ্জয় কুমার ঝা প্রধানমন্ত্রীকে তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

SC/AB/CS


(Release ID: 2159130)