প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই

Posted On: 19 AUG 2025 7:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২৫ 

 

চীনের বিদেশ মন্ত্রী ও চীনের কম্যুনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ওয়াং ই তিয়ানজিনে আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চীনা রাষ্ট্রপতি শি জিংপিং – এর আমন্ত্রণপত্র ও বার্তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তিনি বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভালের সঙ্গে ভারত – চীন সীমান্ত নিয়ে গঠিত বিশেষ দলের ২৪তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করার কথা ও তার ইতিবাচক মূল্যায়ন প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।
প্রধানমন্ত্রী সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেন। তিনি সীমান্ত প্রশ্নে একটি ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 
রাষ্ট্রপতি শি জিংপিং – এর সঙ্গে গত বছর কজানে বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে স্থিতিশীল ও ইতিবাচক অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। এই অগ্রগতি পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক আগ্রহ থেকেই সম্পূর্ণ হয়েছে এবং এর ফলে কৈলাশ মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী এসসিও-র শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতি শি জিংপিং-কে ধন্যবাদ জানিয়ে নিজের সম্মতি প্রদান করেন। তিনি এসসিও-র শীর্ষ সম্মেলনে চীনের সভাপতিত্বকে সমর্থন জানান। শ্রী মোদী বলেন, তিনি তিয়ানজিনে রাষ্ট্রপতি শি জিংপিং – এর সঙ্গে সাক্ষাতের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত ও চীনের মধ্যে স্থির, আশা-ব্যঞ্জক এবং সদর্থক সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি তথা সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

 

SC/PM/SB


(Release ID: 2158315)