অর্থমন্ত্রক
প্রাণবন্ত অর্থনৈতিক পরিস্থিতির কারণে এসঅ্যান্ডপি ভারতের ক্রেডিট রেটিং বিবিবি-তে উন্নীত করেছে
Posted On:
14 AUG 2025 6:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) ভারতের দীর্ঘমেয়াদী সোভেরিন ক্রেডিট রেটিং বিবিবি মাইনাস থেকে বিবিবি-তে উন্নীত করেছে। অন্যদিকে স্বল্পমেয়াদী রেটিং-এর ক্ষেত্রে এ-থ্রি থেকে এ-টু-তে উন্নীত করেছে তারা। অর্থমন্ত্রক এসঅ্যান্ডপি-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আর্থিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি এবং যথাযথ ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ এসঅ্যান্ডপি-র এই সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে এই সংস্থা ভারতের অর্থনৈতিক অবস্থাকে সুস্থায়ী অর্থাৎ স্টেবল থেকে ইতিবাচক অর্থাৎ পজিটিভ-এ উন্নীত করেছে।
সরকারের আর্থিক ক্ষেত্রে সুস্থায়ী অঙ্গীকার, পরিকাঠামো ও মূলধন সহ বিভিন্ন ক্ষেত্রে যথাযথ ব্যয়, শক্তিশালী কর্পোরেট ব্যবস্থাপনা সহ আকর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণেই এসঅ্যান্ডপি-র এই সিদ্ধান্ত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০২২-২০২৪ সময়কালে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের গড়পরতা বৃদ্ধির হার ছিল ৮.৮% যা এই অঞ্চলে অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির সত্ত্বেও ভারতে জিনিসপত্রের দামে সার্বিকভাবে স্থিতাবস্থা বজায় রাখা গেছে। বৈদেশিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির নিরিখে বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী ছিল। এসঅ্যান্ডপি ২০২৬ সালে মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির হারের পুর্বাভাস করেছে ৬.৫%। এই হার আগামী ৩ বছর অব্যাহত থাকবে। এই প্রতিষ্ঠান তার প্রতিবেদনে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি রাজস্বের অতিরিক্ত বোঝা চাপানো সত্ত্বেও ভারতের বৃহৎ ও প্রাণবন্ত বাজারের কারণে এর প্রভাব হবে সীমিত। সম্প্রতি মর্নিং স্টার ডিবিআরএস-ও ভারতের ক্রেডিট রেটিং বিবিবি-তে উন্নীত করেছে।
SC/CB/NS
(Release ID: 2157053)