পঞ্চায়েতিরাজমন্ত্রক
পঞ্চায়েতের জন্য এআই উৎসাহ : কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং নতুন দিল্লিতে আজ ‘সভাসার’-এর সূচনা করবেন
Posted On:
14 AUG 2025 9:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
পঞ্চায়েতী রাজ মন্ত্রক কৃত্রিম বুদ্ধিমতা (এআই) পরিচালিত বৈঠকের বিবরণী প্রস্তুত করার উপকরণ ‘সভাসার’-এর সূচনা করবেন। গ্রামসভা বা অন্য পঞ্চায়েত বৈঠকগুলির অডিও ও ভিডিও রেকর্ডিং থেকে এই বৈঠকগুলির মূল বিষয়বস্তু তৈরি করতে এই সভাসার প্রস্তুত করা হয়েছে।
নতুন দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং এবং পঞ্চায়েতী রাজ প্রতিমন্ত্রী শ্রী এম কে সিং বাঘেল-এর উপস্থিতিতে এই সভাসার-এর উদ্বোধন হবে।
সভাসার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (এনএলপি) কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি সরকারের জাতীয় ভাষা অনুবাদ মিশন ভাষিণীর সঙ্গে একীভূত। এই ব্যবস্থাপনা বর্তমানে ১৩টি ভারতীয় ভাষায় কাজ করে।
পঞ্চায়েতী রাজ মন্ত্রক সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১৫ অগাস্ট ২০২৫ তারিখে যে বিশেষ গ্রামসভা হবে তার কার্যবিবরণী তৈরি করতে ‘সভাসার’ টুল ব্যবহারের আহ্বান জানিয়েছে। প্রথম পর্যায়ে ত্রিপুরার ১,১৯৪টি গ্রাম পঞ্চায়েত এই বিশেষ গ্রামসভার কার্যবিবরণী প্রস্তুত করতে এই টুলটি ব্যবহার করবে।
সভাসার হল এমন একটি উদ্যোগ যা অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ও স্থানীয় শাসন ব্যবস্থায় দক্ষতা বাড়াতে ডিজিটাল উদ্ভাবনকে ব্যবহার করে।
SC/PM/NS…
(Release ID: 2156299)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam