প্রধানমন্ত্রীরদপ্তর
বিশ্ব সংস্কৃত দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সংস্কৃত ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
Posted On:
09 AUG 2025 10:13AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রাবণ পূর্ণিমায় উদযাপিত বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংস্কৃত ভাষাকে "জ্ঞান ও প্রকাশের এক চিরন্তন উৎস" বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে এর স্থায়ী প্রভাবের কথা তুলে ধরেন।
শ্রী মোদী সমগ্র বিশ্বে সংস্কৃত ভাষা শিখছেন, শেখাচ্ছেন এবং একে জনপ্রিয় করে তুলেছেন এমন পণ্ডিত, ছাত্র এবং উৎসাহীদের নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন যে, গত এক দশক ধরে সরকার সংস্কৃত শিক্ষা এবং গবেষণা জোরদার করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সংস্কৃত শিক্ষা কেন্দ্র খোলা, সংস্কৃত পণ্ডিতদের অনুদান প্রদান এবং পাণ্ডুলিপির ডিজিটাইজেশনের জন্য জ্ঞান ভারতম মিশন চালু করা।
X মাধ্যমে ধারাবাহিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন;
“আজ, শ্রাবণ পূর্ণিমায়, আমরা বিশ্ব সংস্কৃত দিবস পালন করছি। সংস্কৃত, জ্ঞান এবং অনুভূতি প্রকাশের এক চিরন্তন উৎস। বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা যায়। এই দিনটি সমগ্র বিশ্বে সংস্কৃত শিক্ষা এবং জনপ্রিয় করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের প্রশংসা করার একটি উপলক্ষ।”
"গত এক দশক ধরে, আমাদের সরকার সংস্কৃত ভাষাকে জনপ্রিয় করার জন্য অনেক প্রচেষ্টা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সংস্কৃত শিক্ষা কেন্দ্র স্থাপন, সংস্কৃত পণ্ডিতদের অনুদান প্রদান এবং পাণ্ডুলিপি ডিজিটাইজ করার জন্য জ্ঞান ভারতম মিশন চালু। এইসব পদক্ষেপ থেকে অগণিত শিক্ষার্থী এবং গবেষক উপকৃত হয়েছেন।"
SC/PM/AS
(Release ID: 2154780)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam