প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

৭ আগস্ট নতুন দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Posted On: 06 AUG 2025 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ অগাস্ট, ২০২৫

 

নতুন দিল্লির আইসিএআর পুসা ভবনে ৭ অগাস্ট সকাল ৯টা নাগাদ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।  

সম্মেলনের বিষয়বস্তু হল – “এভারগ্রিন রেভ্যুলিউশন, দ্য পাথওয়ে টু বায়োহ্যাপিনেস”। সম্মেলনে যোগ দেবেন বিজ্ঞানী, নীতি প্রণয়নকারী, উন্নয়ন বিশেষজ্ঞ এবং অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।

 প্রাকৃতিক সম্পদ, খাদ্যের জন্য ধারাবাহিক চাষবাস ও পুষ্টি সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের উপযোগী সহনশীল ব্যবস্থাকে শক্তিশালী করা, জীবনজীবিকার জন্য যথার্থ প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়ন প্রক্রিয়ায় তরুণ, মহিলা ও প্রান্তিক শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। 

এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর পক্ষ থেকে খাদ্য ও শান্তির ক্ষেত্রে এম এস স্বামীনাথন পুরস্কার চালু করা হবে। প্রাপকের হাতে প্রথম পুরস্কারটি তুলে দেবেন প্রধানমন্ত্রী। 

 

SC/MP/DM


(Release ID: 2153047)