প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পিঙ্গালি ভেঙ্কাইয়া জি-র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

Posted On: 02 AUG 2025 2:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পিঙ্গালি ভেঙ্কাইয়া জি-র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। 

এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন :

"পিঙ্গালি ভেঙ্কাইয়া জি-র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের গর্ব ত্রিবর্ণরঞ্জিত পতাকার নকশা তৈরিতে তাঁর ভূমিকার জন্য তাঁকে স্মরণ করা  হয়ে থাকে!

সব সময় আমাদের #HarGharTiranga আন্দোলনকে শক্তিশালী করা এবং তেরঙ্গা ওড়ানো উচিত। harghartiranga.com-এ আপনার সেলফি বা ছবি আপলোড করুন।"

 

SC/MP/A


(Release ID: 2151893)