সহযোগ মন্ত্রক
জাতীয় সমবায় নীতি, ২০২৫ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী
Posted On:
24 JUL 2025 8:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুলাই ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে আজ জাতীয় সমবায় নীতি, ২০২৫ প্রকাশ করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুর্জর, শ্রী মুরলীধর মোহোল, সমবায় সচিব ডঃ আশিষ কুমার ভুতানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও নতুন সমবায় নীতির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান শ্রী সুরেশ প্রভু অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রী শাহ বলেন, শ্রী সুরেশ প্রভুর উল্লেখযোগ্য নেতৃত্বে ৪০ সদস্যের কমিটি এক সর্বাত্মক সমবায় নীতি উপহার দিয়েছে। বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনাক্রমে দেশের সমবায় ক্ষেত্রে তা আগামীদিনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করবে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই ‘সহকার সে সমৃদ্ধি’ অর্থাৎ, সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির লক্ষ্য পূরণ করবে এই নতুন নীতি। ২০২৭-এর মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার কথা প্রধানমন্ত্রী বলেছেন। ১৪০ কোটি ভারতবাসীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দায়ভার রয়েছে ভারতের।
শ্রী শাহ বলেন যে স্বাধীনতার ৭৫ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায় মন্ত্রক গঠন করেছেন। তিনি বলেন, বিগত চার বছরে সমবায় ক্ষেত্র কর্পোরেট ক্ষেত্রের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিটি ক্ষেত্রে সমবায় প্রতিষ্ঠানকে ২৪ ঘন্টার জন্য সহায়তা করবে। তবে তাদের নিজেদেরকেই শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি বলেন, পর্যটন, ট্যাক্সি পরিষেবা, বিমা এবং পরিবেশ-বান্ধব জ্বালানির ক্ষেত্রে সমবায় মন্ত্রক এক বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছে। ট্যাক্সি এবং বিমা ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই এক উল্লেখযোগ্য সূচনা হতে চলেছে।
তিনি বলেন, প্রতিটি পঞ্চায়েতে অন্ততপক্ষে একটি সমবায় সংস্থা থাকবে তা প্রাথমিক কৃষি ঋণ সোসাইটি, দুগ্ধ সমবায়, মৎস্য সমবায় প্রভৃতি যে কোনো কিছু হতে পারে। আর্থিক স্বচ্ছতার লক্ষ্যে প্রতিটি ইউনিটেরই সশক্তিকরণ করা হবে। শ্রী শাহ বলেন, গান্ধীনগরে প্রথম নাবার্ডের উদ্যোগে মডেল সমবায় গ্রাম উদ্যোগ গড়ে তোলা হবে। প্রতিটি তহশিলে রাজ্য সমবায় ব্যাঙ্ক মারফৎ পাঁচটি মডেল সমবায় গ্রাম গড়ে তোলার প্রয়াস চালানো হবে। মহিলাদেরকে দ্বিতীয় দুগ্ধ বিপ্লবের মাধ্যমে এই উদ্যোগে সামিল করা হবে।
কম্পিউটার ব্যবস্থার ব্যবহার পরিচালনগত পদ্ধতির সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসবে এবং স্বচ্ছতা ও দক্ষতারও প্রসার ঘটাবে বলে মন্ত্রী জানান। গ্রামীণ ও কৃষি পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এই সমবায় নীতি আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনে দেশের দরিদ্র সম্প্রদায়কে নিয়ে এক নির্ভরযোগ্য সুসংহত প্রয়াস।
ভালো কাজ করা সমবায় ব্যাঙ্কগুলি যাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মতো একইভাবে আদৃত হয় এবং তাদের ক্ষেত্রে ব্যবহারগত কোনো বৈষম্য যাতে না থাকে তা সুনিশ্চিত করা হবে। আন্তর্জাতিক বাজারে সুযোগ পেতে জাতীয় সমবায় রপ্তানি লিমিটেড গড়ে তোলা হয়েছে। সমবায়গুলির মধ্যে সহযোগিতা নীতিকে সামনে রেখে পরিবেশগত সুস্থায়িত্ব এবং অগ্রগতিকে সুনিশ্চিত করা হবে। তিনি বলেন, এ বছরের শেষ নাগাদই সরকার ‘সহকার ট্যাক্সি উদ্যোগ’-এর সূচনা করবে যাতে চালকদের কাছে সামগ্রিক মুনাফার অংশ সরাসরি পৌঁছয়। তিনি বলেন, সমবায়ের আন্তর্জাতিক বর্ষ উপলক্ষে ভারত নিজের লক্ষ্যপথকে সামনে রেখেছে এবং তৃণমূলস্তরে তার রূপায়ণকে এগিয়ে নিয়ে চলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় বলেন, রপ্তানি, বীজ উৎপাদন এবং অর্গ্যানিক পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনের স্বার্থে তিনটি মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, দুগ্ধ বিপ্লবের দ্বিতীয় পর্যায় আগামীদিনে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মূল ভিত্তি হিসেবে দেখা দেবে। আরও বেশি সংখ্যাক মহিলা যাতে এই উদ্যোগে সামিল হন, তা নিশ্চিত করা হবে।
শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদী দূরদর্শী দৃষ্টিভঙ্গী নিয়ে সমবায় মন্ত্রক গড়ে তুলেছেন যার লক্ষ্য হল সমাজের প্রতিটি শ্রেণীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সুনিশ্চিত করা। আগামী ২৫ বছরের জন্য সমবায় ক্ষেত্র যাতে প্রাসঙ্গিক থাকে তা নিশ্চিত করাই সমবায় নীতির উদ্দেশ্য বলে জানান তিনি।
SC/AB/DM
(Release ID: 2148719)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam