প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বিষয়ে একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

Posted On: 25 JUL 2025 1:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুলাই, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বিষয়ে একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। “ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষক, মৎস্যজীবী, হস্তশিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে। এছাড়াও দৈনন্দিন ব্যবহৃত সামগ্রীর গুণমাণ যাতে বজায় থাকে সে বিষয়েও সকলে সচতন হবে।”

সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযুষ গোয়েলের এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে:

“ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কীভাবে ভারতীয় কৃষক, মৎস্যজীবী, হস্তশিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং দৈনন্দিন ব্যবহৃত সামগ্রীর গুণমাণ যাতে বজায় থাকে সে বিষয়েও সকলকে সচতন করবে, সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @PiyushGoyal তাঁর লেখা একটি নিবন্ধে তুলে ধরেছেন।”

 


SC/CB/SKD


(Release ID: 2148361)