প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারত ও বৃটেনের ঐতিহাসিক ‘সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ নিয়ে একটি প্রবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 25 JUL 2025 1:21PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত ও বৃটেনের ঐতিহাসিক ‘সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ নিয়ে একটি প্রবন্ধ শেয়ার করেছেন। শ্রী মোদী বলেছেন, “ভারত ও বৃটেনের ঐতিহাসিক ‘সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ ভারতের কৃষক, মৎস্যজীবী, কারুশিল্পী ও ছোট ব্যবসায়ীদের ক্ষমতায়ন করবে এবং একই সঙ্গে প্রতিদিনে ব্যবহার্য মানসম্পন্ন পণ্যের সাশ্রয়ী মূল্য সুনিশ্চিত করবে”।

কেন্দ্রীয়মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের বক্তব্যকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে:

“কেন্দ্রীয়মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল @PiyushGoyal ব্যাখ্যা করছেন, কীভাবে ঐতিহাসিক ‘সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ ভারতের কৃষক, মৎস্যজীবী, কারুশিল্পী ও ছোট ব্যবসায়ীদের ক্ষমতায়ন করবে এবং একই সঙ্গে প্রাত্যহিক উপভোক্তাদের জন্য মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে সুনিশ্চিত করবে।”

Union Minister Shri @PiyushGoyal explains how the landmark India-UK Comprehensive Economic and Trade Agreement will empower Indian farmers, fishermen, artisans and small businesses, while ensuring quality products at better prices for everyday consumers. https://t.co/NHj8HhBTJj

— PMO India (@PMOIndia) July 25, 2025

*****

KMD/AD


(Release ID: 2148389)
Read this release in: English