মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

পুনর্নবীকরণযোগ্য শক্তির বিকাশে গতি আনতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এনএলসিআইএল-এর বিনিয়োগ সংক্রান্ত ছাড়ে অনুমোদন দিয়েছে

Posted On: 16 JUL 2025 2:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি এনএলসি ইন্ডিয়া লিমিটেডকে বিনিয়োগ সংক্রান্ত বিশেষ ছাড়ের অনুমোদন দিয়েছে। নবরত্ন কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে, তা এনএলসি ইন্ডিয়া লিমিটেডের ক্ষেত্রে খাটবে না। এর সুবাদে এনএলসিআইএল তার সম্পূর্ণ অধীনস্ত সংস্থা এনএলসি ইন্ডিয়া রিনিউয়েবলস লিমিটেডে (এনআইআরএল) ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। এর ফলস্বরূপ এনআইআরএল-ও কোনো আগাম অনুমোদন ছাড়াই সরাসরি বিভিন্ন প্রকল্পে অথবা যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে সক্ষম হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা দপ্তর (ডিপিই) এই সংস্থাগুলির জন্য নেট সম্পত্তির ৩০ শতাংশ পর্যন্ত বিনিয়োগের যে উর্ধ্বসীমা ধার্য করেছে, তাও এক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর ফলে, এনএলসিআইএল এবং এনআইআরএল-এর কার্যগত ও আর্থিক নমনীয়তা আরও বাড়বে। 

২০৩০ সালের মধ্যে ১০.১১ গিগাওয়াট এবং ২০৪৭ সালের মধ্যে ৩২ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা অর্জনের যে উচ্চাকাঙ্খী লক্ষ্যমাত্রা এনএলসিআইএল নিয়েছে, এই ছাড় সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। COP 26–এ কার্বন নিঃসরণ হ্রাস ভিত্তিক অর্থনীতির দিকে অগ্রসর হয়ে সুস্থিত উন্নয়ন অর্জনের যে অঙ্গীকার ভারত করেছে, আজ মন্ত্রিসভার এই সিদ্ধান্ত তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভারত ‘পঞ্চামৃত’ লক্ষ্যের অঙ্গ হিসেবে ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অজৈব জ্বালানি উৎপাদন ক্ষমতা অর্জনের অঙ্গীকার করেছে। এছাড়া ২০৭০ সালের মধ্যে নেট জিরো-য় পৌঁছনোর বৃহত্তর লক্ষ্য ভারতের রয়েছে। 

দেশের প্রথমসারির বিদ্যুৎ উৎপাদন সংস্থা এবং কেন্দ্রীয় নবরত্ন মর্যাদা প্রাপক হিসেবে এনএলসিআইএল এই রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিনিয়োগের মাধ্যমে এনএলসিআইএল তার পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার সম্প্রসারণ ঘটাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবে।

বর্তমানে এনএলসিআইএল ৭টি পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদ পরিচালনা করে, যেগুলির মোট উৎপাদন ক্ষমতা ২ গিগাওয়াট। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদনের পর এই সম্পদগুলি এনআইআরএল-কে হস্তান্তরিত করা হবে। এনএলসিআইএল-এর দূষণমুক্ত শক্তি প্রয়াসের প্রধান মঞ্চ হিসেবে এনআইআরএল পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান চালাচ্ছে, বিভিন্ন নতুন প্রকল্পের নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে এই সংস্থা। 

পরিবেশগত প্রভাব ছাড়াও মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। এতে বিভিন্ন স্থানীয় গোষ্ঠী উপকৃত হবে, ত্বরান্বিত হবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশ।

 

SC/SD/SKD


(Release ID: 2145274) Visitor Counter : 2