বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
পিতা মাতা বা অভিভাবকদেরকে তাদের সন্তানের আধার বায়োমেট্রিক নবীকরণের আহ্বান জানিয়েছে ইউআইডিএআই ; ৫ থেকে ৭ বছর বয়সীদের ক্ষেত্রে তা নিরখচায় করা হবে
Posted On:
15 JUL 2025 5:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুলাই , ২০২৫
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)শিশুদের বিশেষত ৫ থেকে ৭ বছর বয়সীদের আধার কার্ডে বায়োমেট্রিক নবীকরণের জন্য পুনরায় আর্জি জানিয়েছে। আধারের ক্ষেত্রে তা আবশ্যক। পিতা মাতা অথবা অভিভাবকরা যে কোনও আধার কেন্দ্র বা মনোনীত আধার কেন্দ্রে গিয়ে তাদের সন্তান বা শিশুদের আধারের বিস্তারিত তথ্য নবীকরণ করতে পারেন।
৫ থেকে ৭ বছর বয়সীদের ক্ষেত্রে আধার বায়োমেট্রিক নবীকরণে কোনও খরচা লাগবে না। ৫ বছরের কম বয়সীদের জন্য আধার কার্ড করতে তাদের ছবি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং প্রামাণ্য তথ্য দিতে হয়। এক্ষেত্রে আঙুলের ছাপ বা শিশুর চোখের মণির ছবির প্রয়োজন হয় না। তবে, আধারে বাধ্যতামূলক নির্দেশিকা রয়েছে যে শিশুর ৫ বছর বয়স হলে সেক্ষেত্রে তার ছবি, আঙুলের ছাপ এবং তার চোখের মণির ছবি তোলা বাধ্যতামূলক। ৭ বছর বয়স অতিক্রম করে গেলে আধারে তথ্যের নবীকরণের জন্য ১০০ টাকা প্রস্তাবিত ফিও জমা করতে হবে।
আধারে তথ্যের নবীকরণ জীবন ধারণের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজন। এতে বিদ্যালয়ে ভর্তি, প্রবেশিকা পরীক্ষায় নিবন্ধীকরণ, বিভিন্ন বৃত্তির সুবিধা পাওয়া, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্পের সুযোগ প্রভৃতি নিরবচ্ছিন্ন পরিষেবা পাওয়া সম্ভব হয়। অগ্রাধিকারের ভিত্তিতে পিতা, মাতা ও অভিভাবকদের শিশুর আধার তথ্যের এই নবীকরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এই নবীকরণের কাজ সম্পূর্ণ করতে ইউআইডিএআই-এর পক্ষ থেকে শিশুর আধারে উল্লেখিত মোবাইল নম্বরেও বার্তা পাঠানো হচ্ছে।
SC/AB /SG
(Release ID: 2145069)
Visitor Counter : 2
Read this release in:
Bengali-TR
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam