কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সারের মান নিশ্চিত করার জন্য রাজ্যগুলিকে একটি অভিযান শুরু করার নির্দেশ

Posted On: 13 JUL 2025 1:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুলাই ২০২৫


ভারত সরকারের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, শ্রী শিবরাজ সিং চৌহান সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখে নকল এবং নিম্নমানের সারের বিরুদ্ধে অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশজুড়ে নকল সারের বিক্রি, ভর্তুকিযুক্ত সারের কালোবাজারি এবং জোরপূর্বক ট্যাগিংয়ের মতো অবৈধ কার্যকলাপ রোধ করার লক্ষ্যে এই চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে, কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেছেন যে কৃষি ভারতের অর্থনীতির মেরুদণ্ড এবং কৃষকদের আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য, তাঁদের সঠিক সময়ে, সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত সার সরবরাহ করা অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৮৫ সালের সার (নিয়ন্ত্রণ) আদেশের অধীনে জাল বা নিম্নমানের সার বিক্রি নিষিদ্ধ, যা ১৯৫৫ সালের অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে পড়ে।

কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যগুলিকে নিম্নলিখিত নির্দেশিকা জারি করেছেন:

১. সঠিক স্থানে এবং যেখানে প্রয়োজন সেখানে পর্যাপ্ত পরিমাণে সারের প্রাপ্যতা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। অতএব, রাজ্যগুলিকে কালোবাজারি, অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং ভর্তুকিযুক্ত সারের বিচ্যুতির মতো কার্যকলাপের বিরুদ্ধে কঠোরভাবে নজরদারি এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে।

২. সার উৎপাদন ও বিক্রয়ের নিয়মিত পর্যবেক্ষণ, সেইসঙ্গে নমুনা এবং পরীক্ষার মাধ্যমে জাল এবং নিম্নমানের পণ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ পরিচালনা করতে হবে।

৩. প্রচলিত সারের সঙ্গে ন্যানো-সার বা জৈব-উদ্দীপক পণ্যের জোরপূর্বক ট্যাগিং অবিলম্বে বন্ধ করতে হবে।

৪. লাইসেন্স বাতিল এবং এফআইআর নিবন্ধন সহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দোষী সাব্যস্ত করার জন্য কার্যকর বিচার নিশ্চিত করতে হবে।

৫. রাজ্যগুলিকে কৃষক/কৃষক গোষ্ঠীগুলিকে পর্যবেক্ষণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার জন্য প্রতিক্রিয়া এবং তথ্য ব্যবস্থা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কৃষকদের আসল ও নকল পণ্য শনাক্ত করার বিষয়ে শিক্ষিত করার জন্য বিশেষ প্রচেষ্টা চালানো হয়েছে।
মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান সমস্ত রাজ্যকে উপরোক্ত নির্দেশাবলী অনুসারে একটি রাজ্যব্যাপী অভিযান শুরু করার আহ্বান জানিয়েছেন যাতে নকল এবং নিম্নমানের কৃষি উপকরণের সমস্যা মূল থেকে নির্মূল করা যায়। তিনি আরও বলেন যে রাজ্য পর্যায়ে এই কাজের নিয়মিত পর্যবেক্ষণ কৃষকদের স্বার্থে একটি কার্যকর এবং টেকসই সমাধানের দিকে পরিচালিত করবে।

 

SC/SB/AS


(Release ID: 2144418)