স্বরাষ্ট্র মন্ত্রক
রাজভাষা দপ্তরের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের ভাষণ
Posted On:
26 JUN 2025 6:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজভাষা দপ্তরের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। এই অনুষ্ঠানে অন্য অভ্যাগতদের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার, সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী ভার্ত্রুহরি মহতাব, রাজ্যসভার সাংসদ শ্রী সুধাংশু ত্রিবেদি, এবং সরকারি ভাষা দপ্তরের সচিব শ্রীমতী অনশুলি আর্য উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, স্বাধীনতার শতবর্ষ উদযাপনে ১৯৭৫ থেকে ২০২৫ পর্যন্ত সরকারি ভাষা দপ্তরের ৫০ বছরের যাত্রাপথ রাষ্ট্রের আত্মসম্মান রক্ষায় অন্য নানাবিধ প্রয়াসের মাঝে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, সরকারি ভাষা দপ্তরের গঠনের উদ্দেশ্য হল, দেশের নাগরিকদের ভাষায় প্রশাসন পরিচালনা এবং রাষ্ট্রের আত্মমর্যাদাকে জাগ্রত করতে প্রশাসনিক কাজে ভারতীয় ভাষার ব্যবহার। তিনি বলেন, কোনো দেশ তার নিজস্ব ভাষা ছাড়া সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসকে রক্ষা করতে পারে না। এই ৫০ বছরের যাত্রাপথ যৌথ সংগ্রাম, আত্মত্যাগ এবং সংকল্পের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে।
শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘পঞ্চপ্রাণ’ অর্থাৎ, যে পাঁচটি শপথ নিয়েছেন, দাসত্বের মনোভাব থেকে বেরিয়ে আসার সংকল্প তার অন্যতম। কোনো ব্যক্তি নিজস্ব ভাষা নিয়ে গর্ববোধ না করলে এবং চিন্তাভাবনা ও বিশ্লেষণ নিজস্ব ভাষায় করতে না পারার ব্যর্থতা প্রমাণ করে তিনি দাসত্বের মনোভাব থেকে মুক্ত হননি। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, রাষ্ট্রের আস্থা এর মধ্যে নিহিত। আগামীদিনে রাজভাষা সহ সব ভারতীয় ভাষার ক্ষেত্রে আমাদের এই জাতীয় প্রয়াস নিতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন যে বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর অনুষ্ঠানের সূচনা করেছেন এবং এর অধীন কাশী-তামিল সঙ্গমম, কাশী-তেলেগু সঙ্গমম, সৌরাষ্ট্র-তামিল সঙ্গমম, শাশ্বত মিথিলা মহোৎসব ও ভাষা সঙ্গম দেশের ঐক্যকে শক্তিশালী করতে একটি সক্ষম মঞ্চ হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন আজ ভাষা সঙ্গম উদ্যোগের অঙ্গ হিসেবে প্রত্যেক বিদ্যলয়ে একটি কার্যক্রম নেওয়া হয়েছে যাতে ছাত্র-ছাত্রীদেরকে সংবিধান স্বীকৃতি ২২টি ভাষায় ১০০টি প্রচলিত বাক্য শেখানো হয়।ভারতীয় ভাষাগুলির ক্ষেত্রে এই জাতীয় উদ্যোগ এক উজ্জীবিত শক্তি হিসেবে বিপুলায়তন বটবৃক্ষের মতো প্রসার লাভ করবে। শ্রী অমিত শাহ বলেন, রাজভাষা দপ্তর ‘হিন্দি শব্দসিন্ধু’ গঠনের যে উদ্যোগ নিয়েছে, তাতে রাজভাষা গ্রহণযোগ্য, স্থিতিস্থাপক ও সর্বাত্মক হয়ে উঠবে। তিনি আরও বলেন, কোনো ভাষার সমৃদ্ধির জন্য কোনো দ্বিধা থাকা উচিত নয় এবং প্রচলিতভাবে ব্যবহৃত শব্দগুলিকে তাদের উৎসস্থল নির্বিশেষে ‘হিন্দি শব্দসিন্ধু’তে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে তারা হিন্দি শব্দ হিসেবেই পরিচিতি লাভ করবে। ‘হিন্দি শব্দসিন্ধু’ কেবলমাত্র একটি স্থিতিস্থাপক ও সমৃদ্ধ মাধ্যমই নয়, এতে অন্য ভারতীয় ভাষাগুলিকেও সংযুক্ত করা যাবে বলে তিনি বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, ‘ভারতীয় ভাষা অনুভাগ’ এ বছর গঠন করা হয়েছে। সমস্ত ভারতীয় ভাষার মিত্র হল হিন্দি এবং হিন্দি সহ অন্য ভারতীয় ভাষাগুলির মাধ্যমে আমাদের আত্মমর্যাদা বৃদ্ধিই হল প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘ভারতীয় ভাষা অনুভাগ’-এর উদ্দেশ্য হল প্রত্যেক রাজ্যকে ভারতীয় ভাষার ব্যবহারের মাধ্যমে প্রশাসন চালাতে সাহায্য করা। তিনি বলেন, দেশে ১২টি ভারতীয় ভাষায় কারিগরি শিক্ষার সূচনা হয়েছে। মধ্যপ্রদেশ হিন্দি ভাষায় মেডিকেল শিক্ষার পূর্ণাঙ্গ পাঠ্যসূচিও তৈরি করেছে। আগামীদিনে অন্যান্য রাজ্যগুলিও তাদের নিজস্ব ভাষায় পূর্ণাঙ্গ চিকিৎসা-শিক্ষার প্রস্তুতি নেবে। চিকিৎসা এবং কারিগরি শিক্ষা যাতে রাজ্যের নিজস্ব ভাষায় করা যায়, সে ব্যাপারে সমস্ত রাজ্যকে প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন শ্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মাতৃভাষাকে অবহেলা করে কোনো রাজ্য কখনও বড় হতে পারে না। নরেন্দ্র মোদী সরকার দেশের ভাষাগুলির সম্মান ও মর্যাদা রক্ষায় নানাবিধ প্রয়াস নিয়েছে। প্রধানমন্ত্রীর শাসনকালে মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া এবং বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। তিনি বলেন, এখন ভারতে ১১টি ধ্রুপদী ভাষা রয়েছে। বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে ১১টি ধ্রুপদী ভাষা প্রচলিত। তিনি আরও বলেন, ২০২০-তে সংস্কৃত ভাষার জন্য তিনটি কেন্দ্রীয় বিদ্যালয় গঠন করা হয় এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল ফর রিসার্চ অ্যান্ড ট্রান্সলেশন স্থাপিত হয়। শ্রী শাহ বলেন, সরকারি ভাষা নিয়ে সংসদীয় কমিটি বিগত চার বছরে তিনটি খণ্ড প্রকাশ করেছে। কোভিড অতিমারী সত্ত্বেও তা প্রকাশ করা সম্ভব হয়েছে। ২০১৪ পর্যন্ত যেখানে কেবলমাত্র ৯টি খণ্ড প্রকাশিত হয়েছিল, সেখানে ২০১৯-এর পর আরও ৪টি খণ্ড প্রকাশিত হওয়া নিঃসন্দেহে এক বিরাট সাফল্য। তিনি বলেন, কোভিড অতিমারীর সময়ে কেন্দ্রীয় হিন্দি ট্রেনিং ইনস্টিটিউট এবং সেন্ট্রাল ট্রান্সলেশন ব্যুরো দ্বারা ই-প্রশিক্ষণ-এর মাধ্যমে হিন্দি ভাষা, হিন্দি টাইপিং, হিন্দি স্টেনোগ্রাফি এবং হিন্দি অনুবাদের প্রশিক্ষণ দেওয়া হয় যা এখন নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২০-তে নতুন শিক্ষানীতি নিয়ে এসেছেন। এই শিক্ষানীতি হল আগামী ৫০ বছর দেশ কিভাবে এগিয়ে যাবে তার এক পথনির্দেশিকা। ২০২০ সালের নতুন শিক্ষানীতি মাতৃভাষায় শিক্ষা এবং স্থানীয় ভাষায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ওপর জোর দিয়েছে। তিনি বলেন, আমাদের ভাষার ওপর এই গুরুত্বের ইতিবাচকভাবে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাথমিক শ্রেণীগুলির জন্য ১০৪টি বই চালু করা হয়েছে। এছাড়াও অনুদিত শিক্ষণ সামগ্রী এবং বইপত্র ভারতীয় সাঙ্কেতিক ভাষায় প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২২টি ভাষায় ২০০টিরও বেশি টিভি চ্যানেল, ই-কন্টেন্ট, ১৩৩টি আঞ্চলিক ভাষায় ৩ লক্ষ ৬৬ হাজারেরও বেশি সাতটি বিদেশি ভাষায় ‘দীক্ষা’ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সরকারি ভাষা সহ ভারতীয় ভাষাগুলিকে শক্তিশালী করে তুলতে নতুন শিক্ষানীতি সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে তিনি জানান। শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল পদের পরীক্ষা এখন ভারতীয় ভাষাগুলিতে পরিচালিত হয় এবং ৯৫ শতাংশ আবেদনকারী তাঁদের নিজস্ব মাতৃভাষায় পরীক্ষা দেয়। এর থেকেই বোঝা যায়, আগামীদিনে ভারতীয় ভাষার উজ্জ্বল ভবিষ্যৎ।
শ্রী অমিত শাহ বলেন, রাজভাষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে আগামীদিনে ভারতীয় ভাষা অনুভাগের প্রয়াসের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলি কিশোর ও যুবাদের ভাষা হয়ে উঠবে। তিনি বলেন, বিগত কয়েক দশকে ভাষা ছিল ভারত ভাঙার মাধ্যম। কিন্তু সেই প্রয়াস সার্থক হয়নি। তিনি বলেন, ভারতকে ভাঙতে নয়, বরং ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলতে ভাষা যাতে এক শক্তিশালী মাধ্যম হতে পারে তা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াসের মধ্য দিয়ে ২০৪৭-এর মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার পথে এই ভিত্তি আজ স্থাপিত হচ্ছে। এই প্রয়াসের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলি নিজস্ব সার্থকতা বজায় রেখে আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে উঠবে।
SC/AB/DM
(Release ID: 2140321)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam