প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সাইপ্রাসে “গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিওস থার্ড” সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

Posted On: 16 JUN 2025 9:10PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৬ জুন, ২০২৫

 


 মাননীয় মিস্টার প্রেসিডেন্ট, 
আমাকে “গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিওস থার্ড” সম্মানে ভূষিত করার জন্য আপনাকে, সাইপ্রাস সরকারকে এবং সাইপ্রাসের নাগরিকদের ধন্যবাদ জানাই। 

এই সম্মান কেবল নরেন্দ্র মোদীর নয়, এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর। তাঁদের সামর্থ্য ও আশা-আকাঙ্খার স্বীকৃতি এই সম্মান। একইসঙ্গে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা বিশ্ব এক পরিবার-এর যে দর্শনে আমরা বিশ্বাসী, এ তারও স্বীকৃতি। 

আমি এই সম্মান ভারত ও সাইপ্রাসের মৈত্রী, আমাদের অভিন্ন মূল্যবোধ এবং আমাদের পারস্পরিক বোঝাপড়ার প্রতি উৎসর্গ করছি। কৃতজ্ঞতার সঙ্গে, বিনম্র চিত্তে, সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আমি এই সম্মান গ্রহণ করছি। 

শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা এবং আমাদের নাগরিকদের সমৃদ্ধির প্রতি অটল অঙ্গীকারের প্রতীক হল এই সম্মান। 

মহামান্য, 
ভারত ও সাইপ্রাসের মধ্যে মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করার দায়িত্ব হিসেবে আমি এই সম্মান গ্রহণ করছি। 

আগামী দিনে আমাদের অংশীদারিত্ব নতুন নতুন শিখর স্পর্শ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হাতে হাত মিলিয়ে আমরা নিজেদের দেশের উন্নয়নে তো বটেই, বিশ্বশান্তি ও সুরক্ষার লক্ষ্যে একযোগে কাজ করবো। 

আরও একবার এই সম্মান প্রদানের জন্য আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।  

অজস্র ধন্যবাদ। 


প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছিলেন। 

 

SC/ SD /AG


(Release ID: 2136874)