প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জার্মানির চ্যান্সেলর হিসেবে কার্যভার নেওয়ায় মিস্টার ফ্রেডরিক মার্জকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 20 MAY 2025 6:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০২৫

 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মানির চ্যান্সেলর হিসেবে কার্যভার নেওয়ায় মিস্টার ফ্রেডরিক মার্জকে অভিনন্দন জানিয়েছেন। 
 
এক্স পোস্টে এক বার্তায় তিনি লিখেছেন:

“চ্যান্সেলর @_FriedrichMerz-এর সঙ্গে কথা বলেছি এবং কার্যভার নেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছি। ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে আমাদের অঙ্গীকারের কথা আবার জানিয়েছি। আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন ঘটনাগুলি নিয়ে মতবিনিময় করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একজোট।” 


SC/ MP /AG


(Release ID: 2130189)