প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত – ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি এবং ডবল কন্ট্রিবিউশন কনভেনশন সম্পন্ন হওয়াকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী স্টারমার

Posted On: 06 MAY 2025 6:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মে, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী মাননীয় স্যর কেইর স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভারত – ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি এবং ডবল কন্ট্রিবিউশন কনভেনশন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দুই নেতা।
এই বিষয়টি দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক এবং দু’দেশেই বিনিয়োগ, কর্মসংস্থান এবং উদ্ভাবনা ক্ষেত্রকে জোরদার করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বিশ্বের দুটি বৃহৎ মুক্ত বাজার অর্থনীতির মধ্যে এই চুক্তি অর্থনৈতিক এবং মানবিক সংযোগ প্রসারিত করবে বলেও তাঁরা মনে করেন। 
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, অংশীদারিত্ব শক্তিশালী করা এবং বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধের বেড়াজাল কমানো অর্থনৈতিক সশক্তিকরণের লক্ষ্যে তাঁর সরকারের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 
বাণিজ্যিক ক্ষেত্রে এই সমঝোতা বিশ্বের বাজারের জন্য যৌথ উৎপাদন এবং পরিষেবা প্রদানের বিষয়টিতেও সহায়ক হবে বলে দুই প্রধানমন্ত্রী আশাবাদী। 
প্রধানমন্ত্রী শ্রী মোদী ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। 

 

SC/AC/SB


(Release ID: 2127461) Visitor Counter : 9