WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস ২০২৫ – এ আগামীকাল আর্নস্ট অ্যান্ড ইয়ং – এর রিপোর্ট ‘এ স্টুডিও কলড ইন্ডিয়া’ প্রকাশিত হবে

 Posted On: 02 MAY 2025 2:36PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ০২ মে, ২০২৫ 

 

কন্টেন্ট তথা বিষয় নির্মাণে বিশ্বের পাওয়ার হাউস হিসেবে ভারতের উত্থান নিয়ে আর্নস্ট অ্যান্ড ইয়ং – এর রিপোর্ট ‘এ স্টুডিও কলড ইন্ডিয়া’ আগামীকাল মুম্বাইয়ে ওয়েভস ২০২৫ – এ প্রকাশিত হবে। বিশ্ব মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে ভারতের বর্ধিত প্রভাবকে এই রিপোর্টে তুলে ধরা হবে। ডিজিটাল বাজার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও উন্নতমানের কন্টেন্ট নির্মাণে দক্ষতায় ভারতের সামর্থ্য নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। রিপোর্টের লক্ষ্য হ’ল – ‘মিডিয়া ও বিনোদন’ ক্ষেত্রে ভারতের চিত্তাকর্ষক প্রসার ও উদ্ভাবনকে তুলে ধরা যার মধ্য দিয়ে ভারত কন্টেন্ট নির্মাণে বিশ্ব নেতৃত্বের জায়গা করে নিয়েছে। ভারত এখন বিশ্বের কন্টেন্ট নির্মাণ হাব হিসেবে গড়ে উঠছে। ভারতের ডিজিটাল বাজারের প্রসার, সাংস্কৃতিক ও  ভাষাগত বৈচিত্র্য এবং গল্প বলার প্রথাগত সমৃদ্ধ ঐতিহ্য বিশ্বব্যাপী দর্শক মণ্ডলীর মধ্যে সাড়া ফেলেছে। 
এই রিপোর্ট কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের উপর আলোকপাত করতে চাইছে।  ভারতের ডিজিটাল মাধ্যম ‘মিডিয়া ও বিনোদন’ ক্ষেত্রে টেলিভিশনকে ছাপিয়ে গেছে। এ থেকে উপার্জিত শুল্ক ভারতীয় মুদ্রায় ৮০ হাজার কোটি টাকা, অর্থাৎ ক্ষেত্রগত শুল্কের তা প্রায় ৩২ শতাংশ। এরপর রয়েছে কন্টেন্ট বা বিষয় তৈরি। ভারত গত বছর প্রায় ২ লক্ষ ঘন্টার নিজস্ব বিষয় সৃজন তৈরি করেছে। সেইসঙ্গে রয়েছে - ১ হাজার ৬০০টি চলচ্চিত্র, ২০ হাজার মৌলিক গান প্রভৃতি। এরফলে, বিশ্বব্যাপী কন্টেন্ট বা বিষয় নির্মাণে সৃষ্টিশীলতার ক্ষেত্রে ভারত সর্বোচ্চ আসন দখল করেছে। প্রযুক্তিগত অগ্রগতি এক্ষেত্রে এক নিয়ামক হিসেবে দেখা গেছে। কৃত্রিম মেধা ভারতের কন্টেন্ট শিল্প নির্মাণের ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। কৃত্রিম মেধার মাধ্যমে উৎপাদনের মান যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই দ্রুত এবং উন্নত পেশাদারী মানের ভিডিও, চিত্রকল্প , গান তৈরি করা যাচ্ছে। এর পাশাপাশি, সরাসরি সম্প্রচারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কেবলমাত্র ২০২৪ সালেই ভারত ৩০ হাজারেরও বেশি সরাসরি সম্প্রচার করেছে। 
‘মিডিয়া ও বিনোদন’ ক্ষেত্রের এই দ্রুত প্রসার ২৮ লক্ষ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান রাস্তা তৈরি করেছে। সেইসঙ্গে, প্রায় ১ কোটি মানুষ পরোক্ষ কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছেন। সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য বিষয় নির্মাণ পরিমণ্ডলে ভারতের দ্রুত বিকাশের সহায়ক হয়ে উঠেছে।
বাস্তব সময় ধরে সরকারি আপডেটের জন্য নজর রাখুন নিম্নলিখিত লিঙ্কগুলিতে
এক্স হ্যান্ডেলে লিঙ্কগুলি হল ;  
https://x.com/WAVESummitIndia
https://x.com/MIB_India
https://x.com/PIB_India
https://x.com/PIBmumbai
এবং ইন্সটাগ্রামের লিঙ্কগুলি হল – 
https://www.instagram.com/wavesummitindia
https://www.instagram.com/mib_india
https://www.instagram.com/pibindia

 


SC/AB/SB…


Release ID: (Release ID: 2126379)   |   Visitor Counter: 10