প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সিসিএস – এর বৈঠকে পৌরোহিত্য করেছেন

Posted On: 23 APR 2025 9:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পহেলগাঁও – এ জঙ্গী হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিরাপত্তা সংক্রান্ত কমিটি - সিসিএস এর বৈঠকে পৌরোহিত্য করেছেন। ৭, লোককল্যাণ মার্গ – এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “পহেলগাঁও – এ জঙ্গী হামলার প্রেক্ষিতে ৭, লোককল্যাণ মার্গে সিসিএস – এর বৈঠকে পৌরোহিত্য করলাম”। 

 

SC/CB/SB…


(Release ID: 2124021) Visitor Counter : 4