তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির ভারতীয় সিনেমার জাতীয় সংগ্রহালয় পরিদর্শন

Posted On: 23 APR 2025 11:27AM by PIB Kolkata

মুম্বই, ২৩ এপ্রিল, ২০২৫

 

সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা মঙ্গলবার (২২ এপ্রিল) মুম্বইয়ে ভারতীয় সিনেমার জাতীয় সংগ্রহালয় (এনএমআইসি) এবং জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (এনএফডিসি) পরিদর্শন করেন। 

প্রতিনিধিদলে ছিলেন সাংসদ শ্রী শঙ্কর লালওয়ানি (ইন্দোর লোকসভা), শ্রী হরিভাই প্যাটেল (মেহসানা লোকসভা), শ্রী কুলদীপ ইন্দোরা (গঙ্গানগর লোকসভা), ডঃ সুমের সিং সোলাঙ্কি (রাজ্যসভা), শ্রী জিয়াউর রহমান (সম্বল লোকসভা) এবং কমিটির সচিব শ্রী প্রেম নারায়ণ।

এনএমআইসি-র বিপণন ও জনসংযোগ বিভাগের ম্যানেজার শ্রীমতী জয়িতা ঘোষ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও কিউরেটর শ্রী সত্যজিৎ মান্ডলে সদস্যদের সংগ্রহালয় ঘুরিয়ে দেখান। ভারতীয় সিনেমার ঐতিহ্য রক্ষায় সংগ্রহালয়ের কাজের প্রশংসা করেন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা। তাঁরা ভবিষ্যতে আবার এই সংগ্রহালয় পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। 

 

SC/MP/DM..


(Release ID: 2123800) Visitor Counter : 13