তথ্যওসম্প্রচারমন্ত্রক
আঞ্চলিক ক্ষেত্র থেকে জাতীয় স্তরে পাদপ্রদীপের আলোয়
Posted On:
21 APR 2025 4:08PM
|
Location: PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২৫
কয়েক মাস ধরে আঞ্চলিক স্তরে প্রতিযোগিতা এবং হাজার হাজার যোগদানকারীর পর ভারতের ১১টি শহরের চূড়ান্ত প্রতিযোগীদের ওয়েভস অ্যানিম অ্যান্ড মানগা প্রতিযোগিতা (ডাব্লুএএম)- এর জাতীয় স্তরের ফাইনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ১-৪ মে,২০২৫ ভারতের প্রথম মিডিয়া ও বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েভস ২০২৫ অনুষ্ঠিত হবে।
ভারতের বিদেশ মন্ত্রকের মিডিয়া ও বিনোদন অ্যাসোসিয়েশন এই ডব্লুএএম-এর আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওয়েভস বল এভিজিসি-এক্সআর সেক্টর অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটির জন্য ভারতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ওয়েভস-এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (সিআইসি)। সিআইসি-র প্রথম পর্বে ১ লক্ষ নাম নথিভুক্ত করার ইতিহাস গড়েছে। এর মধ্যে ১,১০০ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারীও রয়েছে। বিস্তারিত নির্বাচন প্রক্রিয়ার পর ৩২টি চ্যালেঞ্জ থেকে ৭৫০ জন চূড়ান্ত প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে।
সিআইসি-র অধীন উল্লেখযোগ্য বিভাগগুলির মধ্যে রয়েছে ডব্লুএএম ! ভারতে গত দশকে অ্যানিমে এবং মাঙ্গা বিশেষ আকর্ষণ লাভ করেছে। ভারতের ১৮০ মিলিয়ন অ্যানিমে প্রেমী রয়েছেন। চীনের পর যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার। ২০২৩ সালে ভারতীয় অ্যানিমে বাজারের মূল্য ছিল ১৬৪২.৫ মিলিয়ন ডলার। ২০৩২ সালের মধ্যে এটি ৫০৩৬ মিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
ডব্লুএএম এই ক্রমবর্ধমান সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে ভারতীয় নির্মাতাদের জন্য মূল আইপি তৈরি ও প্রকাশের জন্য পরিকাঠামোগত সুযোগ তৈরি করেছে। বিশ্বব্যাপি অ্যানিমের উত্থান ও ক্রমবর্ধমান ডিজিটাল সাক্ষরতার সঙ্গে ডব্লুএএম ছাত্র ও পেশাদারদের ধারনাগুলি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম দেয়। ১১টি শহরে প্রতিযোগিতার মাধ্যমে ডব্লুএএম নির্বাচন করা হয়েছিল। শহরগুলি হল কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, বারাণসী, দিল্লি, মুম্বই, নাগপুর, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাই ও ব্যাঙ্গালোর। প্রতিটি শহর থেকে বিজয়ীদের অ্যানিমেশন কমিক্স, মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জ্যুরির মাধ্যমে নির্বাচিত করা হয়েছিল। বাছাই করা নির্মাতারা এখন ওয়েভস ২০২৫-এ ডব্লুএএম জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মুম্বই যাচ্ছেন। সেখানে তাঁরা সরাসরি দর্শকদের সামনে ও আন্তর্জাতিক জ্যুরির সামনে তাঁদের কাজ উপস্থাপন করবেন। বিজয়ীরা পাবেন টোকিওতে অ্যানিমে জাপান ২০২৬-এর সম্পূর্ণ খরচ সহ ভ্রমণের সুযোগ, গুলমোহর মিডিয়ার মাধ্যমে হিন্দি, ইংরাজি ও জাপানী ভাষায় অ্যানিমে ডাবিং, টুন সূত্রের ওয়েবটুন প্রকাশনা।
ডব্লুএএম কেবল একটি প্রতিযোগিতা নয়, এক সাংস্কৃতিক আন্দোলন। ভারতের কাহিনীকে বিশ্বব্যাপি মানদণ্ডে পৌঁছে দেওয়ার মাঝে যে অভাব রয়েছে, তা দূর করতে সহায়ক হবে। ওয়েভস ২০২৫ যতো এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততো বাড়ছে।
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2117273#:~:text=The%20Create%20in%20India%20Challenge,registrations%20including%201%2C100%20International%20participants
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2117273#:~:text=The%20Create%20in%20India%20Challenge,registrations%20including%201%2C100%20International%20participants
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc2025421542901.pdf
SC/PM/NS…
Release ID:
(Release ID: 2123242)
| Visitor Counter:
Visitor Counter : 7
Read this release in:
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada