তথ্যওসম্প্রচারমন্ত্রক
ওয়েভস ২০২৫ অ্যানিমেশন ছবি নির্মাতা প্রতিযোগিতায় ৪২ ফাইনালিস্টের নাম ঘোষণা
Posted On:
19 APR 2025 12:03PM
|
Location:
PIB Kolkata
মুম্বই, ১৯ এপ্রিল ২০২৫
ওয়েভস ২০২৫-এ অ্যানিমেশন ছবি নির্মাণ প্রতিযোগিতায় ৪২ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হয়েছে। এই ৪২ জন প্রতিভাবান অংশগ্রহণকারী ওয়েভস সামিটে তাঁদের প্রকল্প তুলে ধরার সুযোগ পাবেন। আগামী ১ থেকে ৪ মে মুম্বইয়ে এই সামিট অনুষ্ঠিত হবে। ৩ জন শীর্ষ বিজয়ীর প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে।
জুরি সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকজন বিশেষজ্ঞ। এঁরা হলেন অনু সিং, ফারুখ ধোন্ডি, ড্যান সার্তো, জেমস নাইট, জ্যান নাগেল, জিয়ানমার্কো সেরা এবং ইন্দু রামচন্দানী।
প্রতিটি অ্যানিমেটেড ভিএফএক্স কাহিনী চিত্রে ১০০ থেকে ৩০০ জনের কর্মসংস্থান হতে পারে। ওয়েভস এএফসি ২০২৫-এ প্রায় ১৯০০ জন নাম নথিভুক্ত করেছিলেন। এই সব অ্যানিমেশন ছবি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। ড্যান্সিং অ্যাটমস স্টুডিও-র প্রতিষ্ঠাতা সরস্বতী বুয়ালা সক্রিয়ভাবে ১৭টি দেশের (অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল, ইতালি, কোরিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য) দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, যাতে এই ৪২টি প্রকল্পের ক্ষেত্রে সুযোগ-সুবিধা মেলে। এই ৪২টি প্রকল্পের মধ্যে রয়েছে ১২টি কাহিনীচিত্র, ৭টি টিভি সিরিজ এবং ১৮টি স্বল্প দৈর্ঘ্যের ছবি।
এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ১ থেকে ৪ মে মুম্বইয়ে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) অনুষ্ঠিত হবে।
কোন প্রশ্ন আছে? উত্তর পাবেন এখানে -
https://wavesindia.org/faq
পিআইবি ওয়েভস থেকে সর্বশেষ তথ্যাদি জানতে এখানে ক্লিক করুন -
https://pib.gov.in/EventDetail.aspx?ID=1204®=3&lang=1
আসুন, ওয়েভস-এর জন্য নাম নথিভুক্ত করুন - https://wavesindia.org/register-menu
SC/MP/AS
Release ID:
(Release ID: 2122994)
| Visitor Counter:
28
Read this release in:
Telugu
,
Khasi
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam