প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নবরাত্রি উৎসব উপলক্ষ্যে মাতা রানীর নয়টি ঐশ্বরিক রূপের পূজার কথা তুলে ধরেন
Posted On:
05 APR 2025 9:02AM by PIB Kolkata
নয়াদিল্লি ৫ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নবরাত্রির সময় মাতা রানীর নয়টি ঐশ্বরিক রূপের উপাসনা তুলে ধরেন এবং একটি ভজনও শেয়ার করেন।
এক্স-হ্যান্ডেলের একটি পোস্টে, তিনি লিখেছেন:
"নবরাত্রিতে মাতা রানির নয়টি রূপের পূজা তাঁর ভক্তদের ভক্তিতে ভরিয়ে তোলে। দেবীর প্রশংসায় নিবেদিত এই ভজন মন্ত্রমুগ্ধকর।"
SC/SB/DM
(Release ID: 2119421)
Visitor Counter : 7