রাষ্ট্রপতিরসচিবালয়
মাননীয় রাষ্ট্রপতি চৈত্র শুক্লাদি, উগাড়ি, গুড়ি পড়ওয়া, চেতি চাঁদ, নবরেহ্ এবং সাজিবু চেরোবা-র প্রাক সন্ধ্যায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
Posted On:
29 MAR 2025 4:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ ২০২৫
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু চৈত্র শুক্লাদি, উগাড়ি, গুড়ি পড়ওয়া, চেতি চাঁদ, নবরেহ্ এবং সাজিবু চেরোবা-র প্রাক সন্ধ্যায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, "চৈত্র শুক্লাদি, উগাড়ি, গুড়ি পড়ওয়া, চেতি চাঁদ, নবরেহ্ এবং সাজিবু চেরোবা-র পবিত্র অবসরে আমি সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
বসন্ত ঋতুর আগমন উপলক্ষে এই উৎসবগুলি ভারতে নববর্ষের সূত্রপাতের প্রতীক। এই উৎসবগুলি আমাদের সাংস্কৃতিক বিবিধতাকে যেমন তুলে ধরে, তেমনি সামাজিক ঐক্যকে উৎসাহ যোগায়। এই উৎসবগুলি পালনের মাধ্যমে আমরা নতুন ফসল উৎপাদনের আনন্দ উদযাপন করি এবং প্রকৃতির প্রতি নিজেদের কৃতজ্ঞতা ব্যক্ত করি।
এই পবিত্র অবসরে আসুন আমরা সবাই ঐক্যের ভাবনাকে আরও শক্তিশালী করি এবং নিজেদের দেশকে নতুন নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রাণশক্তি নিয়ে কাজ করি।”
রাষ্ট্রপতির বার্তা দেখার জন্য এই ওয়েবসাইটটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025329529801.pdf
SC/SB/AS
(Release ID: 2116791)
Visitor Counter : 14