তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

থিম মিউজিক প্রতিযোগিতা

Posted On: 13 MAR 2025 11:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৫

 

ভারতের প্রকৃত সাঙ্গীতিক চেতনার উদযাপন হল থিম মিউজিক প্রতিযোগিতা (টিএমসি)। এখানে গীতিকার, গায়ক, শিল্পী ও সঙ্গীতস্রষ্টাদের এমন কোনো সঙ্গীতাংশ সৃষ্টি করার আহ্বান জানানো হচ্ছে যার মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অথবা শাস্ত্রীয় সঙ্গীত ও সমসাময়িক সঙ্গীতের ফিউশনের প্রতিফলন ঘটবে। ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট, ওয়েভস-এর আওতায় ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

ওয়েভস-এর প্রথম সংস্করণ সারা বিশ্বের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের এক সমাবেশ মঞ্চ হয়ে উঠেছে। সারা বিশ্বের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের মনোযোগ এখন এসে পড়েছে ভারতের ওপর। 

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টার ও জিও ওয়ার্ল্ড গার্ডেনস-এ ১-৪ মে, ২০২৫ এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর চারটি মূল ভিত্তি রয়েছে। সেগুলি হল – সম্প্রচার ও ইনফোটেনমেন্ট, এভিজিসি-এক্সআর, ডিজিটাল মিডিয়া ও উদ্ভাবন এবং চলচ্চিত্র। 

এই প্রতিযোগিতার মূল ভাবনা – ‘ভারতের গান’। এটি ওয়েভস-এর সম্প্রচার ও ইনফোটেনমেন্টের আওতায় রয়েছে। মোট ১৭৮ জন প্রতিযোগিতার জন্য নাম নথিভুক্ত করেছেন। একমাত্র ভারতীয়রাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। দীর্ঘ প্রক্রিয়া ও সুনির্দিষ্ট মাপকাঠির মধ্য দিয়ে তাঁদের বাছাই করা হয়েছে। 

ভারতীয় সঙ্গীত জগতের বিশেষজ্ঞরা দুটি পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করে ছ’জন ফাইনালিস্টকে বেছে নিয়েছেন। এঁদের মধ্যে একজন চূড়ান্ত বিজয়ী হবেন। বাকি পাঁচজন রানার-আপ। চূড়ান্ত বিজয়ী নগদ অর্থের পাশাপাশি তাঁর গান রেকর্ডিং-এর সুযোগ পাবেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের প্রচার করা হবে ও বিখ্যাত কোনো সঙ্গীত ব্যক্তিত্বের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন তিনি। ওয়েভস-এও তাঁকে আমন্ত্রণ জানানো হবে। পাঁচজন রানার-আপ নগদ অর্থ পাবেন, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের স্বীকৃতি জানানো হবে এবং ওয়েভস-এ উপস্থিত থাকার আমন্ত্রণও তিনি পাবেন। 

তথ্যসূত্র :
•    https://wavesindia.org/challenges-2025

•   http:// https://indianmi.org/tmc/

থিম মিউজিক প্রতিযোগিতা :
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025313519901.pdf

 

 

SC/SD/DM....


(Release ID: 2111266) Visitor Counter : 9