ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়
ফ্রান্সের প্যারিসে এআই অ্যাকশন শিখর সম্মেলন ২০২৫ – এর পাশাপাশি দ্বিতীয় ভারত – ফ্রান্স এআই নীতি সম্পর্কিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে
Posted On:
11 FEB 2025 12:27AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা (পিএসএ) কার্যালয়, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু, ইন্ডিয়া এআই মিশন অ্যান্ড সায়েন্সেস ২০২৫ – এর ১০ ফেব্রুয়ারি পো-প্যারিসের সঙ্গে একযোগে সায়েন্সেস পো-প্যারিসের বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ভারত – ফ্রান্স এআই নীতি সম্পর্কিত গোলটেবিল বৈঠক আয়োজন করে।
পিএসএ – এর অধ্যাপক অজয় কুমার সুদ এই গোলটেবিল বৈঠকের উদ্বোধনী ভাষণে বিশ্বব্যাপী এআই নীতি এবং এআই – এর উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি একটি প্রযুক্তিগত আইনি পরিকাঠামো গ্রহণ, এআই সুরক্ষা ও তথ্য আদান-প্রদানে পারস্পরিক দায়বদ্ধতার প্রসঙ্গও তুলে ধরেন।
ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সাইবার কূটনীতি বিভাগের যুগ্মসচিব শ্রী অমিত এ শুক্লা এবং ফরাসী ইউরোপ ও বিদেশ মন্ত্রকের ডিজিটাল বিষয়ক রাষ্ট্রদূত হেনরি ভার্ডিয়ার বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী এআই পরিচালন ব্যবস্থা, এআই ফাউন্ডেশন মডেল এবং আন্তঃসীমান্ত তথ্য আদান-প্রদানে যথাযথ নীতি-নির্ধারণের উপর জোর দেন তাঁরা।
ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা ও বিজ্ঞানী ডঃ প্রীতি বাঞ্জাল এবং এআই বিষয়ক বিভাগের বিজ্ঞানী শ্রীমতী কবিতা ভাটিয়া বক্তব্য রাখেন। এছাড়াও, ভারত ও ফ্রান্সের সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট জনেরা সভায় বক্তব্য পেশ করেন।
২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে বেঙ্গালুরুর আইআইএসসি-তে প্রযুক্তি সংলাপ ২০২৫ – এর সময় প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে ক্লিক করুন - https://technologydialogue.in/ai-rt-feb.html
SC/PM/SB
(Release ID: 2101641)
Visitor Counter : 37