তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ওয়েভস ২০২৫-এ ইন্ডিয়া চ্যালেঞ্জ সেশন-১এ গেম তৈরির শিক্ষা

Posted On: 10 FEB 2025 3:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি , ২০২৫

 

আপনার যদি নিজের শহরের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে যথেষ্ট ধারনা থাকে, তাহলে সেই বিষয়ে জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ আপনার সামনে উপস্থিত হয়েছে। ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট- ওয়েভস ২০২৫-এ, এ সংক্রান্ত একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘সিটি কোয়েস্ট: শেডস অফ ভারত’ শীর্ষক এই উদ্ভাবনমূলক শিক্ষণীয় গেম তৈরির প্রতিযোগিতার কিছু উদ্দেশ্য রয়েছে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নগরোন্নয়নের বিভিন্ন উপাদান সম্পর্কে যুব সমাজকে জানাতে এবং এ ধরনের নানা উদ্যোগের যোগদানে অনুপ্রাণিত করা যার অন্যতম উদ্দেশ্য। দেশের ৫৬টি শহরকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে শৈশবে খেলাধুলার আনন্দকে যাতে অংশগ্রহণকারী উপভোগ করতে পারেন, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।  

এক সুস্থায়ী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই প্রতিযোগিতা সহায়তা করবে। নিজের শহরের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার বিভিন্ন ধারনা তুলে ধরার সুযোগ এখানে পাওয়া যাবে। বিজয়ীদের মুম্বাইয়ে ওয়েভস ২০২৫-এর মূল অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।     

সিটি কোয়েস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি কম্পিউটারের সঙ্গে তাস খেলবে। প্রতিটি তাসে ৬টি বিষয় থাকবে। যার মধ্য দিয়ে অংশগ্রহণকারীর শহরের ক্ষুধা সংক্রান্ত সূচক, সুস্বাস্থ্য, লিঙ্গ-সাম্যের মতো বিভিন্ন বিষয়ে কতটা ধারনা রয়েছে, তা জানা যাবে। ২০২১ সালে নীতি আয়োগের নগরোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সূচককে ব্যবহার করে ৫৬টি শহরের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে যে পরিকল্পনা করা হয়েছে, সেগুলি এই প্রতিযোগিতায় স্থান পাবে। এর ফলে সংশ্লিষ্ট শহরগুলির উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করা হবে। সেই সমস্যার সমাধানের জন্য নানা ধারনাও এই প্রতিযোগিতা থেকে সংগ্রহ করা হবে।     

অংশগ্রহণকারীরা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ভারতের বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবে। এই প্রতিযোগিতায় যে কোন বয়সী নাগরিক অংশ নিতে পারবেন। এর মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে তোলা যাবে।  

আইআইটি বম্বে ই-সেল-এর সদ্য সমাপ্ত একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি ই-সামিট ২০২৫-এ ‘সিটি কোয়েস্ট: শেডস অফ ভারত’ শীর্ষক শিক্ষামূলক প্রতিযোগিতাটির বিষয়ে জানানো হয়। দুদিনের এই কর্মসূচিতে প্রাণশক্তিতে ভরপুর ৩০,০০০-এর বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন।   


SC/CB/NS


(Release ID: 2101386) Visitor Counter : 9