রাষ্ট্রপতিরসচিবালয়
কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন
Posted On:
06 FEB 2025 8:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
কিংবদন্তী ক্রিকেটার শ্রী শচীন তেন্ডুলকার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি এবং শ্রী তেন্ডুলকার অমৃত উদ্যান ঘুরে দেখেন।
পরে,রাষ্ট্রপতি ভবনের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্রপতি ভবন বিমর্ষ শৃঙ্খলা’ শীর্ষক এক আলাপচারিতায় শ্রী তেন্ডুলকার ক্রিকেটার হিসেবে তাঁর যাত্রাপথে নানান ঘটনার মধ্যে থেকে অনুপ্রেরণার মূল উৎসগুলি সকলের সঙ্গে ভাগ করে নেন। এই আলাপচারিতায় উচ্চাকাঙ্খী খেলোয়াড় এবং বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা যোগ দিয়েছিলেন। আলাপচারিতায় শ্রী তেন্ডুলকার দলগত কাজের গুরুত্ব, অন্যের প্রতি যত্নশীল হওয়া, অন্যের সাফল্য উদযাপন, কঠোর পরিশ্রম, মানসিক ও শারীরিক দৃঢ়তা এবং জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতের তারকা খেলোয়াড়রা প্রত্যন্ত অঞ্চল, আদিবাসী সম্প্রদায় এবং যে অঞ্চলগুলি এখনও সুবিধা থেকে বঞ্চিত রয়েছে সেখান থেকে উঠে আসবেন।
SC/ SS /AG
(Release ID: 2100564)
Visitor Counter : 18
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam