তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ ২০২৫ : ২৩৩টি জলের এটিএম-এর সাহায্যে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা ৪০ লক্ষের বেশি তীর্থযাত্রীকে স্বচ্ছ পানীয় জল সরবরাহ করা হচ্ছে

Posted On: 05 FEB 2025 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি , ২০২৫

 

প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ ২০২৫-এ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে স্বচ্ছ পানীয় জল সরবরাহ করতে বৃহত্তর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেলা প্রাঙ্গনে ২৩৩টি জলের এটিএম খোলা হয়েছে। এর সাহায্যে কোনো বাধাবিঘ্ন ছাড়া প্রতিদিন ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এই জলের এটিএমগুলির সাহায্যে তীর্থযাত্রীরা শুদ্ধ RO জল পাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫-এর ২১ জানুয়ারি থেকে ২০২৫-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই জলের এটিএম থেকে ৪০ লক্ষের বেশি তীর্থযাত্রী উপকৃত হয়েছেন। 

তীর্থযাত্রীদের সুবিধার জন্য প্রশাসন এই জলের এটিএমগুলির মাধ্যমে বিনামূল্যে পানীয় জল সরবরাহ নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে তীর্থযাত্রীরা ১ টাকা প্রতি লিটারের বিনিময়ে পানীয় জল সংগ্রহ করতে পারছিলেন। মুদ্রা দিয়ে বা ইউপিআই স্ক্যান করে এই টাকা দেওয়া যাচ্ছিল। তবে পরবর্তীকালে তীর্থযাত্রীদের কোনও অসুবিধা ছাড়াই স্বচ্ছ পানীয় জল নিশ্চিত করতে এই ব্যবস্থা সম্পূর্ণ নিঃশুল্ক করে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীরা বোতাম টেপার পরই যেন পানীয় জল সংগ্রহ করতে পারেন, তার জন্য প্রতিটি জলের এটিএম-এ একজন অপারেটর মোতায়েন করা হয়েছে। 

মহাকুম্ভতে যে জলের এটিএমগুলি ব্যবহার করা হচ্ছে তা আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এই যন্ত্রগুলিতে কোনও কারিগরি ত্রুটি শনাক্তকরণের জন্য সেন্সরভিত্তিক ব্যবস্থা রয়েছে। কোনও অসুবিধা দেখা দিলে কারিগরি বিশেষজ্ঞরা দ্রুত তা মেরামত করছেন। প্রতিটি জলের এটিএম থেকে দৈনিক ১২০০০-১৫০০০ লিটার RO জল সরবরাহ করা হচ্ছে। 

সামগ্রিকভাবে কতটা জল ব্যবহার হল তা মেপে দেখার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবস্থা রয়েছে। এছাড়া জলের গুণগত মান পরীক্ষার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। এর আগে কুম্ভমেলাগুলিতে সঙ্গমের আশপাশের এলাকায় প্লাস্টিকের বোতল বিশেষভাবে আবর্জনা সৃষ্টি করেছিল। এবারে প্রশাসন কেবলমাত্র স্বচ্ছ পানীয় জল সরবরাহকেই নিশ্চিত করেছে তা নয়, পাশাপাশি পরিবেশ সুরক্ষার দিকেও নজর দিয়েছে। 

মহাকুম্ভ প্রশাসন এটি নিশ্চিত করেছে যে, জলের এটিএমগুলি যেন কোনোও বাধা-বিঘ্ন ছাড়া তীর্থযাত্রীদের জল সরবরাহ করে। যে কোনও সমস্যা মোকাবিলায় ও নিয়মিত নজরদারির জন্য বিশেষ কারিগরি দল গঠন করা হয়েছে। ভবিষ্যতে তীর্থযাত্রীদের স্বচ্ছ পানীয় জল সহজে সরবরাহের জন্য প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ বছর মহাকুম্ভ ২০২৫-এ পানীয় জল সরবরাহের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত নিরাপদ ও পরিবেশ বান্ধব। এই ব্যবস্থা ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক উদাহরণ তৈরি করলো। 


SC/PM/NS…


(Release ID: 2100217) Visitor Counter : 45