উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

চেন্নাইয়ে নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শো-র উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Posted On: 06 FEB 2025 9:29AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

চেন্নাইয়ে বুধবার উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে নর্থ ইস্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রোড শো-র আয়োজন করা হয়। এই আয়োজনে বিপুলভাবে সাড়া দিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগে আগ্রহী লগ্নিকারীরা। 

এই রোড শো-র উদ্বোধন করেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে চিহ্নিত করেছেন। বিগত ১০ বছরে এই অঞ্চলে পরিকাঠামোর উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিমান, সড়ক, রেল ও জলপথ পরিষেবার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যই সম্পদ ও সুযোগের নিরিখে অত্যন্ত সম্ভাবনাময় বলে তিনি উল্লেখ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে আদানপ্রদানে এই অঞ্চলটি বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’তে উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ জায়গা রয়েছে। এই রাজ্যগুলিতে পর্যটন, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, তথ্যপ্রযুক্তি, হস্তশিল্প কিংবা বিদ্যুৎক্ষেত্রের প্রসারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চেন্নাইও অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের এক বিশেষ গুরুত্বপূর্ণ শহর বলে শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্তব্য করেন। 

মিজোরামের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী পু লালঘিংলোভা হমার বলেন, মাত্র ১১ লক্ষ জনসংখ্যাবিশিষ্ট ছোট্ট রাজ্য হলেও সেখানে কৃষি ও বাগিচা ক্ষেত্রের বিপুল সম্ভাবনা রয়েছে। 

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার এবং যুগ্ম সচিব শ্রী শান্তনু অনুষ্ঠানে ভাষণ দেন। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড-এর পক্ষ থেকে ইউএনএনএটিআই প্রকল্পের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়। এই প্রকল্প উত্তর-পূর্বাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে।

 

SC/AC/DM


(Release ID: 2100216) Visitor Counter : 10