প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠক

Posted On: 25 JAN 2025 6:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৫

 

মহামান্য প্রেসিডেন্ট, এবং আমার প্রিয় ভাই প্রবোয়ো সুবিয়ান্তো,

উভয় দেশের প্রতিনিধিবৃন্দ,
সংবাদ মাধ্যমের বন্ধুরা,
নমস্কার !

ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়া এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে, আমাদের ৭৫-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশীদার হতে ইন্দোনেশিয়া আবার আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে ভারতে স্বাগত।  

বন্ধুগণ,

২০১৮ সালে আমার ইন্দোনেশিয়া সফরের সময় আমরা সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলাম। আজ প্রেসিডেন্ট সুবিয়ান্তোর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করতে আমরা প্রতিরক্ষা উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। 

এছাড়া সামুদ্রিক সুরক্ষা, সাইবার সুরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছি। সামুদ্রিক সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত স্বাক্ষরিত চুক্তি, অপরাধ দমন, সামুদ্রিক অন্বেষণ এবং সক্ষমতা নির্মাণের মতো ক্ষেত্রকে মজবুত করবে। গত কয়েক বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। একে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা বাজার সৃষ্টি এবং বাণিজ্য ভাণ্ডার গড়ে তোলার ওপর জোর দিয়েছি। ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট এবং ডিজিটাল গণ পরিকাঠামোকে মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষার ক্ষেত্রে ভারতে মিড ডে মিল প্রকল্প এবং গণবন্টন ব্যবস্থায় নিজের অভিজ্ঞতাকে ইন্দোনেশিয়ার সঙ্গে ভাগ করে নিয়েছে। এছাড়া শক্তি, দুষ্প্রাপ্য ধাতু, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ প্রভৃতি ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। 

বন্ধুগণ,

ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক হাজার হাজার বছরের পুরনো। রামায়ণ এবং মহাভারতে এই সম্পর্কের যোগসূত্র মেলে। ভারত ইন্দোনেশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন বিকাশের লক্ষ্যেও কাজ করবে।
 
বন্ধুগণ,

আসিয়ান এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দোনেশিয়া আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। গোটা অঞ্চলে শান্তি, সুরক্ষা এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে দুই দেশ অঙ্গীকারবদ্ধ। আমরা এখন ব্রিকস-এ ইন্দোনেশিয়াকে স্বাগত জানাচ্ছি। এই সবকটি মঞ্চেই আমরা একসঙ্গে কাজ করে যাব। আগামীকাল প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে আপনার আগমন আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমি আবার আপনাকে এবং আপনার প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাই। 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে। 

 

SC/MP/NS


(Release ID: 2096339) Visitor Counter : 13