প্রধানমন্ত্রীরদপ্তর
মহারাষ্ট্রের জলগাঁও – এ রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
Posted On:
22 JAN 2025 11:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৫
মহারাষ্ট্রের জলগাঁও – এ রেল লাইনে মর্মান্তিক দুর্ঘটনায় জীবনহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “মহারাষ্ট্রের জলগাঁও – এ রেল লাইনে সাংঘাতিক দুর্ঘটনায় আমি মর্মাহত। শোক-সন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা সেইসঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের যাবতীয় সম্ভাব্য সহায়তা পৌঁছে দিচ্ছে: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/AB/SB
(Release ID: 2095409)
Visitor Counter : 7