বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ভাষিণী প্রয়াগরাজে মহাকুম্ভে ১১টি ভাষায় তথ্য পরিবেশন করছে

Posted On: 14 JAN 2025 2:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি ২০২৫

 

প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা মহাকুম্ভে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। এর অঙ্গ হিসেবে বহু ভাষায় তথ্য পরিবেশনের জন্য ভাষিণীর ব্যবহার করা হচ্ছে। 

হারানো প্রাপ্তির ক্ষেত্রে ডিজিটাল সহায়তা :

হারানো প্রাপ্তির ক্ষেত্রে ডিজিটাল সহায়তার জন্য ভাষিণী অনুবাদ অ্যাপের ব্যবহার করা হচ্ছে। 
১. বিভিন্ন ভাষায় সহায়তা :
ক) হারানো সামগ্রী নিজের ভাষায় নথিভুক্ত করার সুযোগ 
খ) সহজে যোগাযোগের জন্য তৎক্ষণাৎ লিপি/ বার্তার অনুবাদ 

২. চ্যাটবট সহায়তা : বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য বহু ভাষায় চ্যাটবট

৩. মোবাইল অ্যাপ/কিয়স্ক সংযুক্তি  : স্থানীয় ভাষায় নির্দেশিকার অনুবাদ

৪. পুলিশের সহায়তা  : আধিকারিকদের সঙ্গে সহজে যোগাযোগের সুবিধা


কুম্ভ সহায়ক চ্যাটবট –

মহাকুম্ভে আসা লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সুবিধার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই কৃত্রিম মেধাসম্পন্ন বহুভাষী চ্যাটবটের সূচনা করেছেন। এর মাধ্যমে দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশ দেওয়া হচ্ছে। ভাষিণীর সাহায্যে হিন্দি, ইংরেজি সহ ১১টি ভাষায় তথ্য পাওয়া যাচ্ছে। 

ইউপি-১১২ জরুরী হেল্পলাইন –

মহাকুম্ভে আসা তীর্থযাত্রীরা যেকোন রকম সহায়তার জন্য উত্তরপ্রদেশ পুলিশের জরুরী হেল্পলাইন ১১২-তে যোগাযোগ করতে পারেন। এতে ভাষিণী অ্যাপের সাহায্যে বিভিন্ন ভাষায় কথা বলা যাবে। 

 

SC/SD/AS


(Release ID: 2092862) Visitor Counter : 10