তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন হল; প্রথম দিনেই হাজার হাজার মানুষের ভীড়

Posted On: 13 JAN 2025 7:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি ২০২৫

 

প্রয়াগরাজের ত্রিবেণী মার্গের এক্সিবিশন কমপ্লেক্সে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গত এক দশকে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প, কর্মসূচি, নীতি ও সাফল্যের ছবি তুলে ধরা হয়েছে ‘গণ অংশগ্রহণের মাধ্যমে জনকল্যাণ’ শীর্ষক এই প্রদর্শনীতে। 

উদ্বোধনী দিনেই হাজার হাজার মানুষ প্রদর্শনী দেখতে ভীড় জমান। 

১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। এই ডিজিটাল প্রদর্শনীতে অ্যানামরফিক ওয়াল, এলইডি টিভি, এলইডি ওয়াল, হলোগ্র্যাফিক সিলিন্ডার প্রভৃতির মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য তুলে ধরা হয়েছে। 

প্রদর্শিত হচ্ছে সরকারের প্রধান জনকল্যাণমূলক প্রকল্পগুলি -

এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, নমো ড্রোন দিদি, লাখপতি দিদি, ওয়েভস, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ, মুদ্রা, প্রধানমন্ত্রী শস্য বীমা, ডিজিটাল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাসন, বিদ্যাঞ্জলী, আত্মনির্ভর ভারত, স্কিল ইন্ডিয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা, প্রতি বাড়িতে জল, প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন মিশন, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী পথবিক্রেতা আত্মনির্ভর নিধি, স্বাধীন ভারতে তিনটি নতুন ফৌজদারি আইন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, মহিলা ক্ষমতায়ন সহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হয়েছে। 


SC/SD/AS


(Release ID: 2092729) Visitor Counter : 6