তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
মহাকুম্ভে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন; প্রথম দিনেই প্রদর্শনীতে হাজার হাজার মানুষের ঢল
Posted On:
13 JAN 2025 7:18PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি 2025।।প্রয়াগরাজের ত্রিবেণী মার্গের প্রদর্শনী কমপ্লেক্সে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ক র্তৃক 'জনকল্যাণমূলক অংশগ্রহণ' শীর্ষক এবং গত দশকে ভারত সরকারের সাফল্য, কর্মসূচি, নীতি ও প্রকল্পগুলির উপর ভিত্তি করে একটি ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে৷
উদ্বোধনের দিনই হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে প্রদর্শনীটি ঘুরে দেখেছেন।
ত্রিবেণী পথ প্রদর্শনী প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীটি ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিনামূল্যে জনসাধারণের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকবে। ডিজিটাল প্রদর্শনীতে অ্যানামোরফিক দেওয়াল, এলইডি টিভি স্ক্রিন, এলইডি ওয়াল, হলোগ্রাফিক সিলিন্ডারের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর বিষয়বস্তু: প্রধান সরকারি কল্যাণ প্রকল্পসমূহ:
এই প্রদর্শনীর মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, নমো ড্রোন দিদি, লাখপতি দিদি, ওয়েভস, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিদ্যাঞ্জলি, স্বনির্ভর ভারত, স্কিল ইন্ডিয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সমস্ত বাড়িতে জল যোজনা, প্রধানমন্ত্রী দক্ষতা বিকাশ মিশন, স্বচ্ছ ভারত মিশন, প্রাইম মিনিস্টার স্ট্রীট ভেন্ডার আত্মনির্ভর নিধি, স্বাধীন ভারতের তিনটি নতুন ফৌজদারি আইন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সহ মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প এবং অন্যান্য বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে।
সাংস্কৃতিক আলোকচিত্র: উত্তর প্রদেশের বিভিন্ন লোক ও শাস্ত্রীয় অনুষ্ঠান
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিজিটাল প্রদর্শনী ছাড়াও, আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলের ২০০টিরও বেশি লোক ও শাস্ত্রীয় অনুষ্ঠান বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে। এই কর্মসূচিগুলিতে সাধারণ মানুষের মধ্যে বিগত দশ বছরে ভারত সরকারের সাফল্য, পরিকল্পনা, কর্মসূচি এবং নীতিগুলি তুলে ধরা হবে। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলার গোটা সময়জুড়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান একটি অনন্য গল্প তুলে ধরবে এবং সেই অঞ্চলের স্থানীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতাকে প্রদর্শন করবে, যা মহাকুম্ভে আগত সাধারণ জনগণের জন্য একটি দর্শনীয় ভিজ্যুয়াল এবং শৈল্পিক অভিজ্ঞতা তৈরি করবে। শত শত গুণী শিল্পী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন আঞ্চলিক নৃত্য এবং গায়কী শৈলীর শিল্পীরা সেখানে প্রতিনিধিত্ব করছেন।
***
SKC/DM/KMD
(Release ID: 2092868)
Visitor Counter : 6