স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শনিবার নতুন দিল্লিতে ‘মাদক চোরাচালান ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ে একটি আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন
Posted On:
10 JAN 2025 3:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জানুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শনিবার ১১ জানুয়ারি নতুন দিল্লিতে ‘মাদক চোরাচালান ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ে একটি আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই সম্মেলনের আয়োজন করেছে। মাদক চোরাচালান এবং জাতীয় নিরাপত্তায় এর প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবিলার পন্থা পদ্ধতি খুঁজতে এই সম্মেলনে আলোচনা হবে। উত্তরভারতের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চলের উপর বিশেষ জোর দেওয়া হবে।
সম্মেলনে শ্রী অমিত শাহ মাদক নাশক পক্ষকাল-এর সূচনা করবেন। এছাড়া তিনি এনসিবি-র ভোপাল আঞ্চলিক শাখার নতুন কার্যালয়েরও উদ্বোধন করবেন। সম্মেলনে জাতীয় নারকোটিক্স হেলপ লাইন মানস পোর্টাল-এ যথা সময়ে তথ্য প্রদানের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিভিন্ন রাজ্যগুলির কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।
১১ জানুয়ারি থেকে শুরু হওয়া মাদক নাশক পক্ষকালে ইতিমধ্যে আটক করা ৪৪ হাজার ৭৯২ কিলোগ্রাম মাদক নষ্ট করা হবে। এর আন্তর্জাতিক বাজার মূল্য ২,৪১১ কোটি টাকা।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার মাদক চোরাচালানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ২০৪৭ সালের মধ্যে মাদক মুক্ত ভারত গড়ে তুলতে স্বরাষ্ট্রমন্ত্রক তিনটি কৌশল কার্যকর করেছে।
সম্মেলনে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, উপরাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং পদস্থ আধিকারিকরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রক ও বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা এই সম্মেলনে যোগ দেবেন।
SC/PM/SKD/
(Release ID: 2091867)
Visitor Counter : 6