স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ ১১ জানুয়ারী নতুন দিল্লিতে 'মাদক চোরাচালান ও জাতীয় নিরাপত্তা " শীর্ষক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করবেন
Posted On:
10 JAN 2025 3:43PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ জানুয়ারী, ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ শনিবার ১১ জানুয়ারী নতুন দিল্লিতে 'মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা "শীর্ষক একটি আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। নারকোটিক্স বা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এন. সি. বি) এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হল মাদক পাচারের মতো ঘটনা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তায় এর প্রভাব, বিশেষ করে উত্তর ভারতের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপর বিশেষ নজর দেওয়া।
অনুষ্ঠানে শ্রী অমিত শাহ ১৫ দিন ব্যাপী মাদক বিনস্ট করার প্রক্রিয়ার সূচনা করবেন পাশাপাশি এনসিবির ভোপাল জোনাল ইউনিটের নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন এবং মানস-২ হেল্পলাইন দেশের ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চালু করবেন।
এই সম্মেলনে জাতীয় মাদকদ্রব্য হেল্পলাইন মানস (‘MANAS’) পোর্টাল থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের (এএনটিএফ) সঙ্গে প্রকৃত সময় উপযোগী তথ্য আদান-প্রদান, মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলির অগ্রগতির মূল্যায়ন এবং মাদক সমন্বয় ব্যবস্থার (এনসিওআরডি) কার্যকারিতা মূল্যায়নের উপর জোড় দেওয়া হবে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান জোরদার করতে এনআইডিএএন ডাটাবেস ব্যবহার করে রাজ্য ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারগুলির (এসএফএসএল) কার্যকারিতা জোরদার করার বিষয়েও আলোচনা হবে। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ (পিআইটি-এনডিপিএস) আইনের অবৈধ পাচার রোধ সম্পর্কিত বিষয়ে বিধান বাস্তবায়ন করবে, মাদক সম্পর্কিত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এনডিপিএস আদালত প্রতিষ্ঠা করবে এবং কার্যকরভাবে মাদক পাচার ও অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত সংস্থার মধ্যে ব্যাপক সহযোগিতা নিশ্চিত করতে একটি সম্পূর্ণ সরকারী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা হবে। আগামীকাল ১১ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত চলা মাদকদ্রব্য বিনষ্ট করন পক্ষকালে ইতিমধ্যে বাজেয়াপ্ত ২,৪১১ কোটি টাকা মূল্যের ৪৪, ৭৯২ কেজি মাদকদ্রব্য বিনস্ট করা হবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিমুখী কৌশল গ্রহন করছে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা, সকল মাদক বিরোধী সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং ব্যাপক জনসচেতনতা অভিযান শুরু করা।
সম্মেলনে অংশগ্রহণকারী ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, উপ-রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
***
SKC/KG/PS/ KMD
(Release ID: 2091971)
Visitor Counter : 5