প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিভিন্ন ক্ষেত্রে ভারতের মেধাবী তরুণরা নজিরবিহীন অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : প্রধানমন্ত্রী

Posted On: 04 JAN 2025 4:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪  জানুয়ারি , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে তরুণদের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেছেন।

এক্স পোস্টে মাই গভ-এ ভারতের সাফল্য সংক্রান্ত এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন:

“ভারত এই ধারা সৃষ্টি করছে এবং আমাদের প্রতিভাবান তরুণদের জন্যই এটি হচ্ছে! এবং আগামীদিনে আমরা এর চেয়েও ভালো কিছু করতে চলেছি।”

 

SC/MP/NS


(Release ID: 2091408) Visitor Counter : 42