প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধি ২০২৫-এর খসড়া নাগরিককেন্দ্রিক শাসনের প্রতি ভারতের অঙ্গীকারকে অগ্রাধিকার দেয় : প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 07 JAN 2025 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ জানুয়ারি , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধি ২০২৫-এর খসড়া নাগরিককেন্দ্রিক শাসনের প্রতি ভারতের অঙ্গীকারকে অগ্রাধিকার দেয়। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব-এর একটি পোস্টের জবাবে শ্রী মোদী লিখেছেন ;

“ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিধি ২০২৫-এর খসড়া কীভাবে নাগরিককেন্দ্রিক শাসনের প্রতি ভারতের অঙ্গীকারকে অগ্রাধিকার দেয়, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @AshwiniVaishnaw তা ব্যাখ্যা করেছেন। বিকাশ ও অন্তর্ভুক্তিকরণের পথে অগ্রসর হওয়ার সময়ে ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখা এই বিধিগুলির উদ্দেশ্য।”


SC/SD/NS…. 


(रिलीज़ आईडी: 2091137) आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada