তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত সরকারের ২০২৫-এর ক্যালেন্ডার প্রকাশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণর

प्रविष्टि तिथि: 07 JAN 2025 5:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৫ 


ভারত সরকারের ২০২৫-এর ক্যালেন্ডারে 'জনভাগীদারি সে জনকল্যাণ' (জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে জনকল্যাণ)-কে মূল বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে। নতুন দিল্লির রেল ভবনে আজ এই ক্যালেন্ডার প্রকাশ করেন 
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, রেল এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি  মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণ। শ্রী বৈষ্ণ গত এক দশকে বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমূলক প্রশাসনের কর্মতৎপরতার কথা উল্লেখ করেন। সেইসঙ্গে গরিবের কল্যাণ, নারীর ক্ষমতায়ন ও পরিকাঠামোর উন্নতিতে রূপান্তরমূলক প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। 
ক্যালেন্ডারটির নকশা তৈরি করেছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন। শুধুমাত্র সন, তারিখের উল্লেখ নয়, এতে প্রতিফলিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রশাসন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু পিআইবি-র প্রধান মহা নির্দেশক শ্রী ধীরেন্দ্র ওঝা এবং সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের মহা নির্দেশক শ্রী যোগেশ বাওয়েজা। 

স্বচ্ছ ভারত থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের মতো বিভিন্ন কর্মসূচিতে সাফল্যের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণের বার্তা দেওয়া হয়েছে। ক্যালেন্ডারের শুরুতে রয়েছে সকলের জন্য কল্যাণের বার্তা। তারপর দেশের অগ্রগতিতে কৃষি, নারীর ক্ষমতায়ন ও যুব সমাজের ভূমিকা তুলে ধরা হয়েছে। 
এছাড়া, ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিল্পোদ্যোগে প্রধানমন্ত্রীর উৎসাহদানের বার্তাও তুলে ধরা হয়েছে এই ক্যালেন্ডারে। ১৩টি ভারতীয় ভাষায় প্রকাশিত ভারত সরকারের এই ক্যালেন্ডার মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য হাতিয়ার হয়ে উঠেছে। 

 


SC/MP/SB


(रिलीज़ आईडी: 2091045) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada