তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৫ সালের সরকারি ক্যালেন্ডার উন্মোচন করেন
'জনভাগীদারী সে জনকল্যাণ' থিমের মাধ্যমে উদযাপন করা হচ্ছে রূপান্তরকারী শাসনের এক দশক
Posted On:
07 JAN 2025 5:59PM by PIB Agartala
নয়াদিল্লি, ৭ জানুয়ারী, ২০২৫: ভারত সরকার ২০২৫ সালের সরকারি ক্যালেন্ডারের কেন্দ্রীয় বিষয় 'জন ভাগীদারী সে জনকল্যাণ'। এ এমন এক থিম যা রূপান্তরকারী প্রশাসনের নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করে। আজ রেল ভবনে এই ক্যালেন্ডার উন্মোচন করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বিগত দশকে বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরিত প্রশাসনের সহজেই দৃশ্যমান প্রভাবগুলোর কথা তুলে ধরেন। গরিব কল্যাণে, মহিলা ক্ষমতায়নে এবং সারা দেশে পরিকাঠামো উন্নয়নে এক দশকের রূপান্তরকারী প্রশাসনের ভূমিকার ওপরও তিনি জোর দেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান, তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু, পিআইবি-র প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল শ্রী ধর্মেন্দ্র ওঝা এবং সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের ডিরেক্টর জেনারেল শ্রী যোগেশ বাওয়েজা। ২০১৪ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত সময়কালের মধ্যে দেশ যখন সুশাসনের ১১ তম বর্ষে প্রবেশ করছে, তখন ভারত সরকারের ২০২৫ সালের ক্যালেন্ডার দেশের প্রগতি এবং রূপান্তরকারী প্ৰশাসনকে তুলে ধরার জন্য এই মাধ্যমটি ব্যবহার করার মধ্য কার্যত দীর্ঘস্থায়ী ঐতিহ্যের আরও একটি অধ্যায় চিহ্নিত করেছে। এই ক্যালেন্ডারের পরিকল্পনা ও রূপায়ণ করেছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি)। এই ক্যালেন্ডারটি দিন এবং মাস এর জন্য একটি গাইড তো বটেই, একইসাথে সামাজিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক প্রশাসনের লক্ষ্যে সরকারের দায়বদ্ধতারও প্রতিফলন।
ক্যালেন্ডারে কেন্দ্রীয় সরকারের অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করা হয়েছে। যা ক্যালেন্ডারে ছাপা ছবির মাধ্যমে ভারতের উন্নয়নের দিকে অভিযাত্রার সুর নির্ধারণ করে দেয়। এটি অংশগ্রহণমূলক প্রশাসনের গুরুত্বকেও তুলে ধরেছে যা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের উদ্দেশ্য ও অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, ক্যালেন্ডারেরর অন্তর্নিহিত অর্থ আমাদের জাতির শক্তি তার জনগণের সম্মিলিত শক্তি এবং প্রচেষ্টার মধ্যে নিহিত। পরিচ্ছন্নতাকে দেশব্যাপী আন্দোলনে পরিণত করেছে যে স্বচ্ছ ভারত মিশন সে থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের মতো উদ্যোগসমূহ (যা ৬৮ কোটিরও বেশি সুবিধাভোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করছে) দেখিয়েছে যে নাগরিকদের অংশগ্রহণই সরকারি প্রকল্পগুলির সাফল্যের কেন্দ্রবিন্দু।
***
SKC/KMD
(Release ID: 2091047)
Visitor Counter : 15