কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

২০২৫ মরশুমে নারকেলের শুকনো শাঁসের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 20 DEC 2024 8:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৪

 

২০২৫-এর বিপণন মরশুমে কোপড়া অর্থাৎ নারকেলের শুকনো শাঁসের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। কৃষকরা যাতে এই পণ্যটির উচিত মূল্য পেতে পারেন, তা নিশ্চিত করতে ২০১৮-১৯ অর্থবছরে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন যে নিত্যপ্রয়োজনীয় কিছু কিছু শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সেগুলির উৎপাদন ব্যয়ের অন্তত দেড়গুণ বেশি নির্দিষ্ট করা জরুরি। সরকারের এই নীতি ও ঘোষণা অনুসারে দু ধরণের নারকেলের শুকনো শাঁসের ন্যূনতম সহায়ক মূল্য স্থির হয়েছে কুইন্টাল প্রতি যথাক্রমে ১১,৫৮২ এবং ১২,১০০ টাকা। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালের বিপণন মরশুমে দু ধরনের নারকেলের শাঁসের ন্যূনতম সহায়ক মূল্য যেখানে ছিল কুইন্টাল প্রতি যথাক্রমে ৫,২৫০ ও ৫,৫০০ টাকা, তা ২০২৫-এর বিপণন মরশুমে বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে ১২১ ও ১২০ শতাংশ। 

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ডাব তথা নারকেল উৎপাদকরা শুধুমাত্র তাঁদের পরিশ্রমের উচিত মূল্যই পাবেন না, একইসঙ্গে আরও বেশি করে কোপড়া উৎপাদনে আগ্রহী হবেন। কারণ, দেশে এবং বিদেশে এর চাহিদা রয়েছে প্রচুর। 

কোপড়া সংগ্রহের বিষয়টি তদারক করবে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন (নাফেদ) এবং জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন (এনসিসিএফ)।

 

PG/SKD/NS…


(Release ID: 2086936) Visitor Counter : 5