প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নিক্ষয় মিত্র, সঠিক পুষ্টি এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলকরণে ভারত এখন সবার ওপরে : প্রধানমন্ত্রী

Posted On: 07 DEC 2024 12:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ ডিসেম্বর ২০২৪

 

নিক্ষয় মিত্র এবং ফলপ্রসূ চিকিৎসার সুবাদে যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়া ঘটনা যেমন হ্রাস পেয়েছে, অন্যদিকে তেমনি যক্ষ্মা রোগীদের সুস্থ হয়ে ওঠার হারও এখন ঊর্ধ্বমুখী। এই ঘটনায় যক্ষ্মা মোকাবিলায় পৃথিবীর অন্যান্য দেশকে নেতৃত্ব দানের ভূমিকায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে।

সমাজ মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জে পি নাড্ডার তুলে ধরা এক মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন :

"নিক্ষয় মিত্র এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার ঘটনাকে উল্লেখযোগ্য ভাবে কমিয়ে এনেছে। যক্ষ্মা রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ঘটনাও এখন বৃদ্ধি পেয়েছে। ফলে, যক্ষ্মা মোকাবিলায় বিশ্বকে নেতৃত্ব দানের ভূমিকায় ভারতের অবস্থান এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জে পি নাড্ডা এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে জানিয়েছেন যে নিক্ষয় মিত্র এবং নিক্ষয় পোষণ যোজনার আওতায় পুষ্টি সংক্রান্ত সহায়তাদানের মাধ্যমে ভারতের যক্ষ্মা নির্মূল করার প্রচেষ্টা কিভাবে এক রূপান্তরকে সম্ভব করে তুলেছে।" 

 

PG/SKD/AS


(Release ID: 2082218) Visitor Counter : 18