প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর গায়ানার সরকারি সফরের (১৯-২১ নভেম্বর, ২০২৪)

Posted On: 20 NOV 2024 9:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ নভেম্বর ২০২৪

 

ক্রমিক সংখ্যা

মউ স্বাক্ষরিত

মউয়ের সম্ভাবনা

.

হাইড্রো কার্বন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক

এই বিষয়ে সহযোগিতার মধ্যে রয়েছে অশোধিত তেলের উৎস, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং হাইড্রো কার্বন শৃঙ্খলে দক্ষতা ভাগ করে নেওয়া।

.

কৃষি ও সহযোগী ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক

কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে যুগ্ম ভাবে কাজকর্ম, তথ্য ও বৈজ্ঞানিক উপকরণ আদান-প্রদান বাড়ানো।

.

সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (২০২৪-২০২৭)

ভারত এবং গায়ানার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে নাটক, সঙ্গীত, চারুকলা, সাহিত্য, গ্রন্থাগার এবং জাদুঘর বিষয়ক ক্ষেত্রে আদান-প্রদান বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

.

ভারতীয় ফার্মা কোপিয়া কমিশন এবং গায়ানার স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে ভারতের ফার্মা কোপিয়া ক্ষেত্রের স্বীকৃতির জন্য সমঝোতা স্মারক

নিজ নিজ আইন ও প্রবিধান অনুযায়ী ওষুধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি ও তথ্য বিনিময়ে গুরুত্ব প্রদান।

.

জনঔষধী প্রকল্প (পিএমবিজেপি) বাস্তবায়নের জন্য মেসার্স এইচএলএল লাইফকেয়ার লিমিটেড এবং গায়ানার স্বাস্থ্যমন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক

পিএমবিজেপি কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে ক্যারিকম গোষ্ঠীভুক্ত দেশগুলির অধিকৃত সংস্থায় ওষুধ সরবরাহ।

.

সিডিএসসিও এবং গায়ানার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চিকিৎসা সামগ্রী ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক

ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ব্যবহারের জন্য কাঁচামাল, চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং প্রসাধনী পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

.

ডিজিটাল রূপান্তরের জন্য বিভিন্ন সফল ডিজিটাল যে সমাধানগুলি ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা স্মারক

ডিজিটাল ক্ষেত্রে পরিবর্তনের জন্য ক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি, আধিকারিক ও বিশেষজ্ঞদের আদান-প্রদান, বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি ও সমস্যার সমাধান ভাগ করে নেওয়ার মতো বিষয়গুলিতে জোর।

.

এনপিসিআই আন্তর্জাতিক পেমেন্ট লিমিটেড এবং গায়ানার বিদেশ মন্ত্রকের মতো গায়ানায় ইউপিআই-এর মতো ব্যবস্থা চালুর জন্য সমঝোতা স্মারক

গায়ানায় ইউপিআই-এর মতো পেমেন্ট ব্যবস্থা চালু করার লক্ষ্যে এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত করা হয়েছে।

.

প্রসার ভারতী এবং গায়ানার জাতীয় সম্প্রচার নেটওয়ার্কের মধ্যে সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলো, বিনোদন এবং সংবাদের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে আদান-প্রদান বাড়ানোর জন্য কর্মসূচি।

১০.

গায়ানার জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এনডিআই এবং গুজরাটের জাতীয় রক্ষা বিশ্ববিদ্যালয় আরআরইউ-এর মধ্যে সমঝোতা স্মারক

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক পড়াশোনার সুযোগ বাড়াতে, উন্নত প্রশিক্ষণের জন্য ও গবেষণার জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে এই যৌথ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

 

PG/PM/AS/


(Release ID: 2075521) Visitor Counter : 10