তথ্যওসম্প্রচারমন্ত্রক
আইএফএফআই ২০২৪ আনুষ্ঠানিকভাবে ‘ভারতীয় কাহিনী চলচ্চিত্রের শ্রেষ্ঠ উদীয়মান নির্দেশক’ বিভাগের ঘোষণা করেছে
৫৫-তম আইএফএফআই-তে প্রথমবার সিনেমা বানানো ৫ নির্দেশকের চলচ্চিত্র নতুন এই প্রতিযোগিতায় স্থান পেয়েছে
#IFFIWood, ৪ নভেম্বর, ২০২৪
৫৫-তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া- আইএফএফআই)-এ দেশের নতুন ও তরুণ প্রতিভাদের উৎসাহিত করার জন্য আরও একটি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ভারতীয় কাহিনী চলচ্চিত্রের শ্রেষ্ঠ উদীয়মান নির্দেশক’ শীর্ষক বিভাগে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করেছেন এ ধরনের ৫ নির্দেশকের ছবি স্থান পাবে। মূলত নতুন নতুন বিষয়ে এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনমূলক পরীক্ষা-নিরীক্ষাকে উৎসাহিত করতেই এই বিভাগ তৈরি করা হয়েছে। এ বছর ২০-২৮ নভেম্বর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
যে ৫টি সিনেমা এ বছর এই বিভাগে স্থান পেয়েছে, সেগুলি হল :
১. লক্ষ্মীপ্রিয়া দেবীর মণিপুরী চলচ্চিত্র বং
২. নভজ্যোত বান্দিওয়াদেকরের মারাঠি চলচ্চিত্র ঘরত গণপতি
৩. মনোহরা কে-র কন্নড় চলচ্চিত্র মিক্কা বান্নাডা হাক্কি (বার্ড অফ আ ডিফারেন্ট ফেদার)
৪. ইয়াতা সত্যনারায়নার তেলুগু চলচ্চিত্র রাজাকার (সাইলেন্ট জেনোসাইড অফ হায়দ্রাবাদ)
৫. রাগেশ নারায়ণন-এর মালয়ালম ছবি, থানুপ (দ্য কোল্ড)
প্রতিটি চলচ্চিত্রে আঞ্চলিক প্রেক্ষাপটে অনন্য কিছু বার্তা দেওয়া হয়েছে যার মাধ্যমে ভারতের বৈচিত্রময় ভাষা ও সংস্কৃতির প্রতিফলন পাওয়া যায়।
চলচ্চিত্র উৎসবের জুরির সদস্যবৃন্দ এই ৫টি চলচ্চিত্রের মূল্যায়ণের পর শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন। এই চলচ্চিত্রের নির্দেশককে ২৮ নভেম্বর সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। ১১৭টি চলচ্চিত্রকে মূল্যায়ণ করে চূড়ান্ত পর্বে এই ৫টি ছবিকে প্রতিযোগিতায় স্থান দেওয়া হয়েছে। দেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা এই মূল্যায়ণের কাজটি করেছেন।
এ বছর আইএফএফআই-তে চলচ্চিত্র জগতের নতুন নতুন নির্দেশককে সুযোগ করে দিতে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রচলিত ধ্যান-ধারনা থেকে বেরিয়ে সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করাই যার মূল উদ্দেশ্য। এছাড়াও ভারতীয় চলচ্চিত্র জগতের উদীয়মান ব্যক্তিত্বরা যাতে আন্তর্জাতিক আঙিনায় তাঁদের সৃজনশীলতাকে উপস্থাপিত করতে পারেন তার জন্য এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে। ইন্টারন্যাশাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বিশ্বের যে ১৪টি চলচ্চিত্র উৎসবকে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দিয়েছে, তার মধ্যে আইএফএফআই অন্যতম। এ বিষয়ে আরও তথ্য জানার জন্য https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2054935 লিঙ্কে ক্লিক করুন।
৫৫-তম আইএফএফআই-র বিষয়ে আরও তথ্য পেতে চাইলে http://www.iffigoa.org/ লিঙ্কে ক্লিক করুন।
PG/CB/NS
(Release ID: 2070742)
Visitor Counter : 38
Read this release in:
Punjabi
,
Telugu
,
Odia
,
Hindi
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Tamil
,
Kannada
,
Malayalam