প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

৩০-৩১ অক্টোবর গুজরাত সফরে প্রধানমন্ত্রী

জাতীয় একতা দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

Posted On: 29 OCT 2024 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০-৩১ অক্টোবর গুজরাত সফর করবেন। ৩০ অক্টোবর তিনি কেবড়িয়ার একতা নগরে যাবেন এবং বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ সেখানে ২৮০ কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর, সন্ধ্যা ৬টা নাগাদ তিনি ৯৯তম কমন ফাউন্ডেশন কোর্স - আরম্ভ ৬.০তে শিক্ষানবিশ আধিকারিকদের সামনে বক্তব্য রাখবেন। ৩১ অক্টোবর সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এরপরেই হবে জাতীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠান। 


এ বছরের এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হ’ল “আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের জন্য রোডম্যাপ”। ৯৯তম কমন ফাউন্ডেশন কোর্স - আরম্ভ ৬.০’তে যোগ দিয়েছেন ভারতের ১৬টি সিভিল সার্ভিস এবং ভুটানের তিনটি সিভিল সার্ভিসের ৬৫৩ জন শিক্ষানবিশ আধিকারিক। 


৩১ অক্টোবর প্রধানমন্ত্রী জাতীয় একতা দিবস উদযপান অনুষ্ঠানে অংশ নেবেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তিনি একতা দিবসের শপথ বাক্য পাঠ করাবেন এবং একতা দিবস কুচকাওয়াজের সাক্ষী থাকবেন। এই কুচকাওয়াজে অংশ নেবেন ৯টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং এনসিসি’র সদস্যরা। 

 

PG/MP/SB




(Release ID: 2069433) Visitor Counter : 3