তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫৫তম আইএফএফআই-তে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে যে সমস্ত ছবি দেখানো হবে, তার তালিকা ঘোষিত হয়েছে

Posted On: 24 OCT 2024 4:20PM by PIB Kolkata

#আইএফএফআইউড, ২৪ অক্টোবর, ২০২৪ 

 

৫৫তম আইএফএফআই-তে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে ২৫টি কাহিনীচিত্র এবং ২০টি অন্য ছবি দেখানো হবে। ২৫টি কাহিনী চিত্রের মধ্যে রয়েছে – সমসাময়িক মেইনস্ট্রিম ছবির জগতের ৩৮৪টির মধ্য থেকে বেছে নেওয়া ৫টি ছবি। ভারতীয় প্যানোরামা বিভাগে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে রণদীপ হুডা পরিচালিত ‘স্বতন্ত্র‍্যা বীর সাভারকর (হিন্দি)'। অন্য যে ২০টি ছবি দেখানো হবে, সেগুলি বেছে নেওয়া হয়েছে ২৬২টি ছবির মধ্য থেকে। এগুলি উদীয়মান পরিচালকের পাশাপাশি প্রতিষ্ঠিত পরিচালকদের তৈরি তথ্যচিত্র, তদন্তমূলক চিত্র, বিনোদনমূলক চিত্রের পাশাপাশি ভারতীয় মূল্যবোধ প্রতিফলিত হয়েছে, এমন সমসাময়িক ছবি। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে হর্ষ সাঙ্ঘানি পরিচালিত লাদাখী ছবি ‘ঘর য্যায়সা কুছ’। 
কাহিনীচিত্রের ১২ জনের জুরির প্রধান হয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। কাহিনী চিত্র নয়, এমন ছবির জুরি হিসেবে থাকছেন ৬ জন। এর পৌরহিত্য করবেন বিশিষ্ট তথ্যচিত্র ও বন্যপ্রাণ সংক্রান্ত ছবি নির্মাতা সুব্বাইয়া নাল্লামুথু। 
১৯৭৮ থেকে ইন্ডিয়ান প্যানোরমা বিভাগ চালু হয় ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে। বছরের সেরা ভারতীয় ছবিগুলি দেখানো হয় এই বিভাগে। চলচ্চিত্র শিল্পের প্রসার ঘটানোই এর লক্ষ্য। 
জুরি হিসেবে থাকেন সারা ভারতের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। 
আইএফএফআই – এর আয়োজন করছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সহযোগিতা করছে গোয়ার রাজ্য সরকার। এটি অনুষ্ঠিত হবে গোয়ার পানাজিতে ২০ থেকে ২৮ নভেম্বর। 

 

PG/AP/SB




(Release ID: 2067970) Visitor Counter : 11