স্বরাষ্ট্র মন্ত্রক
সর্দার প্যাটেলের অসাধারণ অবদানকে সম্মান জানাতে ভারত সরকার তাঁর ১৫০-তম জন্মবার্ষিকী দু বছর ধরে দেশজুড়ে উদযাপন করবে
Posted On:
23 OCT 2024 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জানিয়েছেন, সর্দার প্যাটেলের অসাধারণ অবদানকে সম্মান জানাতে তাঁর ১৫০-তম জন্মবার্ষিকী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার দেশ জুড়ে দু বছর ধরে দেশ জুড়ে উদযাপন করবে। ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত তা উদযাপন করা হবে।
এক্স হ্যান্ডেলে আজ এই সিদ্ধান্তের কথা জানিয়ে শ্রী অমিত শাহ বলেছেন “কাশ্মীর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত ভারতকে একসূত্রে বাঁধতে এবং বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী গণতন্ত্রের পীঠস্থান হিসেবে দেশকে গড়ে তুলতে সর্দার প্যাটেলজির অবদান এবং দূরদর্শিতা চির স্বাক্ষর রেখে গেছে। তাঁর অসাধারণ অবদানকে সম্মান জানাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার তাঁর ১৫০-তম জন্মবার্ষিকী দেশ জুড়ে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত দু বছর ধরে উদযাপন করবে। এই উদযাপন তাঁর অসাধারণ সাফল্যের এবং দেশের ঐক্যের ভাবধারাকে একসূত্রে গাঁথার এক সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।”
PG/AB/NS…
(Release ID: 2067796)
Visitor Counter : 12
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam