প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি নিয়ে লিঙ্কেডিন পোস্টে লিখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 15 OCT 2024 3:37PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫ অক্টোবর , ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স-এর উপযোগিতা নিয়ে লিঙ্কেডিন পোস্টে বিস্তারিত লিখেছেন। 

পোস্টটির শিরোনামে লেখা হয়েছে, ‘আসুন আমরা পর্যটনের দিকে নজর দিই।'

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

“লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি নিয়ে সম্প্রতি এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই ধরনের ভাবনা সংস্কৃতি ও পর্যটনের জগতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। ভারত সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে আরও অংশগ্রহণ চায়।” 

 

PG/ MP/AG


(Release ID: 2067007) Visitor Counter : 29