প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রতন টাটার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 10 OCT 2024 5:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। রতন টাটাকে এক দূরদর্শী শিল্পপতি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দয়ালু মনোভাবের এক অসাধারণ মানুষ হিসেবে তাঁর নম্রতা এবং উন্নততর সমাজ গঠনে  অবিচল দায়বদ্ধতার জন্য বহু মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়েছিলেন। 

এক্স হ্যান্ডেলে একগুচ্ছ পোস্টে শ্রী মোদী লিখেছেনঃ  
“শ্রী রতন টাটাজী ছিলেন এক দূরদর্শী শিল্পপতি, দয়ালু স্বভাবের এক অসাধারণ মানুষ। ভারতের অন্যতম প্রাচীন এবং সম্মানীয় ব্যবসায়িক সংস্থাকে তিনি স্থিতিশীল নেতৃত্ব দিয়েছিলেন। সেইসঙ্গে তাঁর অবদান বোর্ডরুমকেও ছাপিয়ে গেছে। তাঁর দয়ালু মনোভাব, নম্রতা এবং উন্নত সমাজ গঠনে অবিচল দায়বদ্ধতা বহু মানুষের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।”

“রতন টাটাজীর সবথেকে বড় গুণ ছিল তিনি বড় স্বপ্ন দেখতে ভালোবাসতেন এবং সমাজের জন্য কাজ করতেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বচ্ছতা, পশুকল্যাণের মতো নানা কাজে তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।”

“শ্রী রতন টাটাজীর সঙ্গে নানা কথোপকথনের স্মৃতি আমার মনে ভিড় করে আছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রায়শই তাঁর সঙ্গে আমার সাক্ষাত হতো। বিভিন্ন বিষয়ে আমাদের মত-বিনিময় হতো। নানা বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সমৃদ্ধ হওয়ার মতো। আমি দিল্লিতে আসার পরেও এই আলোচনায় কোনও ছেদ পড়েনি। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধু এবং গুণগ্রাহীদের সঙ্গে আমি সমবেদনার শরিক। ওম শান্তি।”
 

PG/ AB /AG


(Release ID: 2063857) Visitor Counter : 29